Tuesday 23 December 2014

Poem of the day!

মন উঠানের চাতালের বৃক্ষ 
বারেছিল কি গাছ টি আমার 
ভি গুলির রোদনের দলে 
অবলা বাশিতি পুর্ন্য শিক্ষিত 
জীবন আমার জীবন তোমার 
তোমাদেরই মাঝে 
মন উঠানের চাতালের বৃক্ষ 

পুরনো গহনা নতুন পালিশে 
পরিয়াছ বক্ষ মাঝে 
শান্তির পরশে নিজেকে খুজিয়া নতুন 
সেবা ও তাগের ঘর্ম রাজস্বে 
রাজশ্রী অবলা একান্ত 

মন উঠানের চাতালের বৃক্ষ। .

পথের শেষে দিনের আলো 
নতুন সূর্য করেছে মিলন 
পাগলামি তা পাইছে ঠাই
রিদয় গভীর জীবন আলোয় 
নতুন বন্ধু নতুন জীবন 
ফিরে আসি তাই 
জীবন আমার জীবন তোমার 
তোমাদেরই মাঝে






No comments:

Post a Comment