Saturday 1 August 2015

প্রলয়ের মধে শান্তি খুঁজে ফেরা

প্রলয়ের মধে শান্তি খুঁজে ফেরা 
অথবা নীয়তিদেবির আশির্বাদে পূর্ব পুন: পুন: শুভো করি 
এবং জানি 
শান্তি করমের আশু আভাসে ঘেরা 
প্রলয়ের  মধ্যে  শান্তি খুঁজে ফেরা পথে 
দেখেছি তোমায় বিদ্যুতপুঞ্জ সমপ্রভো সত্যের আলোয় আলোয় 
যেথায় মিটেছে সব দিধা ও দন্দ 

নিজ আত্মা যোগ করি সবই আত্মার পরিনয়ে 
পরিনিত মরে নিয়তির লেখা 
তবে ভয়  কি আর একা পথে চলা 
প্রলয়ের মধ্যে শান্তি খুঁজে ফেরা 

সব সহায় জ্বালা বিরহ বিরহে 
হৃদয় গ্রাদ্য করে নেই তোমায় 
প্রলাপের প্রলয়ে 
ফিরে দেখি অমৃতসম 
সেই বাণী সেই অনুভব 
যেথা হতে ভেসে আসে 
অজানা উত্স  ও ভাক্তির সৃষ্টি 
প্রাণে এলো বুঝি জোয়ার 
তাই তো নদীর স্রোতের মত পাগল পারা 
প্রলয়ের শান্তিতে ....

প্রলয়ের শাক্তিরুপেনু  শান্তির বাণী 
লাগুক খোলা দুয়ারে 
নতুন সৃষ্টির দিরতায় 
নিরুপমা ক্ষমা করুক 
জীবন আল্লাদে  তোমার 
আলো রূপে বর্ষিত হোক জীবনও ভর
মুল্য বোধের শক্তিতে ও বিনিময়ে 
কর্ম অকর্ম ভিন্ন রূপে 
ফিরি না যেন দুয়ারে দুয়ারে 
মোর বাতায়ন শিখেছে 
এক নতুন সংরক্ষণ 
জোনাকির আলো জেলে জেলে
সন্ধার রূপ আমি দেখেছি 
তবু দেখা হয়নি শুধু মনে হয় 
চিরদিনই তুমি যে আমার  বন্ধু 
তাই তো করিনি অবহেলা 
যা সব পেে য ছি   মুল্য বোধের  বিনিময়ে 
নিশীত ঘভীর হৃদয়ে 






 







No comments:

Post a Comment