Sunday 17 July 2016

BELIEVE

ওই পথ টুকু যে যেতে হয় তোমায় আমায় ও যেথায় , বেঁধেছেন 
বিধাতা আনমনে মনের গোপন সত্তায় 
ভেঙেছে ঘুম এসেছে তাই শুধু জাগরণের বাতাস 
ফুলে ফুলে আজ মরমী আকাশ 
তোমার আমার হলেও যিনি পক্ষপাত শুন্য 
এই বিশ্বে অন্তরীক্ষে তিমির মহা শুন্য 
তাই ভুলো না তুমি সে ছবি কখনো 
পাথর হয়েও তোমার রিদয়ে সে নোয়ানো 
পার  হইতেছ এই ভেবে নাও দুচোখের হাসিতে 
জল পাতা বাতাস বহে তোমার গতিতে 
ওই পথ টুকু যে যেতে হয় তোমায় আমায় ও যেথায় , বেঁধেছেন 
বিধাতা আনমনে মনের গোপন সত্তায় 



No comments:

Post a Comment