Friday 22 July 2016

গুরূত্ব খুঁজে চলে অণু

গুরূত্ব খুঁজে চলে অণু 
আর পরমাণু টি আয়ু 
ফিরে না আসি জেনে বুঝে 
বুঝতে পারি স্বাধীন তৃষ্ণ ঝোকে 
নিয়ন্ত্রণ সতন্ত্রে হেলায় আজ বসেছে তাই হতাশ মেলায় 
সব ভুলে আমায় হেলায় নতুন জন্ম প্রজন্মের খেলায় 
সব খবর মিথ্যা নয় ভাবি সব খেলায় অতিপ্রাকৃতের 
তুমিও তাই আবার সতীর্থের 
যদি থামতে চাও কভু ভুল হবে তা যেন 
যদি জোটে চলতে চাও প্রভু কষ্ট কি তা মেন 
চলে যাবো তারই আমরা সবাই উপলক্ষে ইশারায় 
দীনদয়ালের ডাকে একটু দামাল সবুর মহরায় 
শেখো শান্ত হতে এই ধরণীতে 
তোমার কুঠিরে তুমি রবে 
মম চিত্তে মম   গৌরবে 
খোঁজ দেব তোমায়  জন্মেরও পর 
পরম দিব্য সৌরভে 
তুমি গাহিবে না এ গান 
তোমারি অতীত তোমারি পুরান যেথায় হারিয়েছে মান।  

bahubrihi এর চিত্র ফলাফল







No comments:

Post a Comment