Monday 22 August 2016

প্রকৃতি চেতনাময় হে

প্রকৃতি চেতনাময় হে     মমম  প্রকৃতি 
বয়স নেই তোমার  শুধুই আনন্দ বহে যায় 
মম জীবনাবসানে কভু কভু মনে পড়ে  তোমায়।

ঘুনে ধরা সময়ে যদি কভু কভু ধরা দেয় সে 
প্রকৃতি চেতনাময় হে  
চলতে চলতে বস্তুর বস্তির বাতিকে 
যেখানে মনে হয় সত্য শুধু তারা যা যা বলতে চায় তোমায় আমায় 
ছবির ন্যায় ঘনে তমসা অকপটে তিন নয়নে 



 প্রকৃতি চেতনাময় হে     মমম  প্রকৃতি 
বয়স নেই তোমার  শুধুই আনন্দ বহে যায় 
মম জীবনাবসানে কভু কভু মনে পড়ে  তোমায়।

সহসা মনে না পড়ে এমন ঘন অন্ধকারে ডাকে ঝি ঝি চেতনার আড়ালে 
অথবা কোনো এক বিকেলে দাঁড়িয়ে আছো তুমি আর তোমার মুখোমুখি সময়ে 

জানি নতুন আঁখিতে প্রকৃতির রহস্যে সবই দেখিবে পরে 
যা যা বুনেছ তুমি পেতে সেই চেতনার তরে 

শুধুই একটিই পথ্য প্রকৃতির পাথেয়  - ঘুণ ও  নহে খুন ও নহে 
চলে যেও তুমি ও সেই সময়ে।  









No comments:

Post a Comment