Monday, 20 June 2016

The true blood

The true blood 
once upon a time
inspire for all the bond of cessation
the true soul 
behind the all conclusion
seem to be  terrify you, himself  crowding 
to get self-evident truth
The true blood 
once upon a time
inspire for all the bond of cessation

you lost in crowd heavy  world  passes through obverse
i try to hold your hand through work to get search all right up sheer
......
continue...

For common version to add here jesus and NEXT/BEFORE CHRIST men/women in world.

রক্তকমল পদ যুগে যুগে অবতার আসিছে পলে  পালে 
তরীর জোয়ারে তুহিন অভিপ্রেত অভিবাদনে 
কমিয়া যায় ঘৃণাতম অপৃশ্য দৃষ্টি ,পেতে নয়ন তুষ্টি 
ভালোবাসা পানে তবু যদি নাহি চায় 
নয়ন যুগল ধন্য হতো স্বীয় মুগ্ধতায় 
বেশি কিছু নাহি চাহি লয় মতি ,শুধু লগন মগন ভ্রম দূরীভূত হৃদয় 
মেলিয়া ধরিতে ব্যাস্ত যে সব সময় 
আকন্ঠে প্রমান তারই ক্ষত বিতস্ত নিলয় 
কি সুধা পান করিতে মোর ধৃতি অভ্যস্ত অনবরত 
মোহবিমুখ  সে যেন নিঃশ্বাস অচল অর্থ 
না সত্য আকুন্ঠে আকুল নাহি মোর 
যত সত্য তাই তোমার পায়ে বিসর্জন।  






  


Friday, 17 June 2016

সেদিন যাবার বেলায়

সেদিন যাবার বেলায় 
আরো একবার আরো একবার একান্তে 
হয়নি দেখা ,হেলায় 
যে  ছিল মোর একান্ত আপন একজন সুধু একজন 
তার বেলায় 
সেদিন যাবার বেলায় 
আরো একবার আরো একবার একান্তে 
হয়নি দেখা ,হেলায় 

আর আমি চরিত্রের সে 
তার নাম আসে মুখে একান্তে নিভৃতে বলে ভালো বেসো  সুখে 
ছিল সুধু গানে ,সুরে, গল্পে
 ইচ্ছা যত, নেয় রূপ ,সেই রূপের আলোয় 


সেদিন যাবার বেলায় 
আরো একবার আরো একবার একান্তে 
হয়নি দেখা ,হেলায় 
যে  ছিল মোর একান্ত আপন একজন সুধু একজন 
তার বেলায় 
সেদিন যাবার বেলায় 
আরো একবার আরো একবার একান্তে 
হয়নি দেখা ,হেলায় 

হোক না তা মন্দ নয় 
যখন মিলে যাই ছোট্ট ছন্দের  যখন তখন টার্তকে 
একান্তে  বাস্তবিক সময় 
গায়কের ভাষায়  দেই উপহার তারই জন্ম দিন লহে 


সেদিন যাবার বেলায় 
আরো একবার আরো একবার একান্তে 
হয়নি দেখা ,হেলায় 
যে  ছিল মোর একান্ত আপন একজন সুধু একজন 
তার বেলায় 
সেদিন যাবার বেলায় 
আরো একবার আরো একবার একান্তে 
হয়নি দেখা ,হেলায় 
Image result for hemanta mukherjee


Image result for hemanta mukherjee


Wednesday, 15 June 2016

impassable

স্থির বিন্ধ পর্বত 
হে মোর দেবতা 
স্থির সিন্ধু নদ 
 হে মোর দেবতা 
ভালবাসায় বদ্ধ পরিকর ,পার করো আমায় 
সলিল সমরে নিত্তে জাগরণ 
 হে মোর দেবতা 

বুঝিনি আগে ভিড়ের আড়ালে 
মম হিয়ায় তোমার আবাহন 

স্থির বিন্ধ পর্বত 
হে মোর দেবতা 
স্থির সিন্ধু নদ 
 হে মোর দেবতা 


যে অববহিকায় রক্ষা হতে তীব্র কিরণ 
তোমারি হাতের স্পর্শে শীতলে ফেরা সত্যির বরণ 
অসক্তিসম লাগে যেথায় পারে না বিজয় 
জয়ের সূর্য চিরদিনই তাই তোমায় দেখি ভেবেছি যত তার চেয়ও দুর্জেও 

 
স্থির বিন্ধ পর্বত 
হে মোর দেবতা 
স্থির সিন্ধু নদ 
 হে মোর দেবতা 
ভালবাসায় বদ্ধ পরিকর ,পার করো আমায় 
সলিল সমরে নিত্তে জাগরণ 
 হে মোর দেবতা। 









Sunday, 12 June 2016

প্রকৃতি পুরুষ parallel

প্রকৃতি প্রেমে মগ্ন যারা 
অর্ধ নগ্ন তারা নয় 
মিলন হবে কত দিনে ,মনে হয় 
ও মিলন হবে কত দিনে ,মনে হয়                        
অর্ধ নগ্ন তারা নয় 

সমকালীন প্রেম খোজে অসমকামী পথ 
তারই প্রকৃতির মহত্তে।..
মগনে নগ্নে ও ম  শান্তি ও ম শান্তি জপ 
দেশ নদীর মাতৃত্বে 
স্থীর  আখিতে মেলে  একই  আলোর প্রভা 

প্রকৃতি প্রেমে মগ্ন যারা 
অর্ধ নগ্ন তারা নয় 
মিলন হবে কত দিনে ,মনে হয় 
ও মিলন হবে কত দিনে ,মনে হয় 
অর্ধ নগ্ন তারা নয় 

মিলন না হয় যেমন রাধা র প্রেম 
মিথ্যা কলঙ্কের আলোয় মনে হয় 
যিশুর বাণী শোনায় যেমন অবিশ্বাস্ব শেষ 
হারিও তুমিও সেই চির কালের দৃষ্টি আকর্ষণের ক্লেশ 

মা 
দেশ নদীর মাতৃত্বে 
স্থীর  আখিতে মেলে  একই  আলোর প্রভা 

প্রকৃতি প্রেমে মগ্ন যারা 
অর্ধ নগ্ন তারা নয় 
মিলন হবে কত দিনে ,মনে হয় 
ও মিলন হবে কত দিনে ,মনে হয় 
অর্ধ নগ্ন তারা নয় 



World Blood Donor Day 2016: Blood connects us all




http://www.who.int/campaigns/world-blood-donor-day/2016/en/

আবার হবে দেখা

পাল তুলে দেই 
আবার হবে দেখা 
নাও ছেড়ে দেই 
না হয় যদি তাতে 
সুখ গান শুনিও সখা 
সপ্নস্ফিতির তোমার দেশের আগমনী ধ্বনি 
মাতাল করে গায়তে বলে আমায় 
বদ্ধ শিখলে ফ্রেমে তুই সে বন্দি তোর্  আমার জদ পুরনো সন্ধি 
দেখতে চায় না এ কথা মিথ্যা নয় সাহস জাগে মনে তোকে না পাওয়ার কথা 

জানি আবার হবে দেখা 
প্রমান চাওয়া ভয় মুখোসের আড়ালে সখা 
ঘুমিয়ে আছে য়ে  উদ্দত পুরুষের রুদ্র মূর্তি, চখা
সন্তর্পনে সমর্পনে আবার হবে দেখা 

বৈঠা বহে দেও মোর দোলে 
ঢে উ এর তালে তালে বহু যুগল ভাসে বায়ু লহে  প্রাণে 
তত দৃপ্তি তত তৃপ্তি 
ছুতে চাওয়া সেই পাতার ছায়ায় 

পাল তুলে দেই 
আবার হবে দেখা 
নাও ছেড়ে দেই 
না হয় যদি তাতে 
সুখ গান শুনিও সখা 




https://galleryofgod.wordpress.com/page/2/




Monday, 6 June 2016

আদির্ষ

জন্ম মম জগমে বন্ধু হে সখা হে  
জঙ্গম যা কিছু ছুতে 
জন্ম মম জগমে  বন্ধু হে সখা হে  
পরিবেশ পরিচিতির প্রথম প্রতি নিধি  
দেখ  দাড়িয়ে আছি  আজও  সুধু তোমার জন্য 
জন্ম মম জগমে বন্ধু হে সখা হে  
জঙ্গম যা কিছু ছুতে 

পাকে যাহার জন্ম , ডুবিতে চাহিতে নেই সংকোচ 
তারই পদ তলে  . জানি একদিন ভুলিবে সে ব্যথা 
যার নেই সীমা নেই তবু গভীরতা 
জানি ভুলিবে নিচ্চয় ঘুছে সব সংসয় 
ফিরইবে তুমি মর্মে ,ঘাতে  আঘাতে , পরিবেশের দুয়ারে,  শিকরে। 

জন্ম মম জগমে বন্ধু হে সখা হে  
জঙ্গম যা কিছু ছুতে 







Thursday, 2 June 2016

জানি কি ভাবে আসিলে

জানি কি ভাবে আসিলে 
কিভাবে কাদিলে কিভাবে শিশুসম মহামায়ায় ডুবিলে ফের আসিবে বলে 
জানি কিভাবে আসিলে 

না হোক বাদল না হোক প্রলয় ' গৌরে গোরী 
না হোক বাদল না হোক প্রলয় ' গৌরে
শুরু হোক  একটানা বৃষ্টি তোমার  নিয়মের গন্ডি পেরিয়ে 
চোখে চোখে পাল্টে না  যাওয়া ছবি  বোলো  না মিথ্যা দিওনা সাক্ষ কাদীয়না ওভাবে 
যেওনা ভুলে মোরে মহামায়ার আদলে 


জানি কি ভাবে আসিলে 
কিভাবে কাদিলে কিভাবে শিশুসম মহামায়ায় ডুবিলে ফের আসিবে বলে 
জানি কিভাবে আসিলে 


পশ্চিম আকাশে নামে সূর্য সে তো অনাসৃষ্টি, 
অতিথি তোমার মিথ্যা সাক্ষ ,কর  না আমায় শুণ্য ,
ভুলে তোমার সেই প্রতিশ্রুতি 


জানি কি ভাবে আসিলে 
কিভাবে কাদিলে কিভাবে শিশুসম মহামায়ায় ডুবিলে ফের আসিবে বলে 
জানি কিভাবে আসিলে 

Sunday, August 7
Friendship Day 2016