Monday, 6 June 2016

আদির্ষ

জন্ম মম জগমে বন্ধু হে সখা হে  
জঙ্গম যা কিছু ছুতে 
জন্ম মম জগমে  বন্ধু হে সখা হে  
পরিবেশ পরিচিতির প্রথম প্রতি নিধি  
দেখ  দাড়িয়ে আছি  আজও  সুধু তোমার জন্য 
জন্ম মম জগমে বন্ধু হে সখা হে  
জঙ্গম যা কিছু ছুতে 

পাকে যাহার জন্ম , ডুবিতে চাহিতে নেই সংকোচ 
তারই পদ তলে  . জানি একদিন ভুলিবে সে ব্যথা 
যার নেই সীমা নেই তবু গভীরতা 
জানি ভুলিবে নিচ্চয় ঘুছে সব সংসয় 
ফিরইবে তুমি মর্মে ,ঘাতে  আঘাতে , পরিবেশের দুয়ারে,  শিকরে। 

জন্ম মম জগমে বন্ধু হে সখা হে  
জঙ্গম যা কিছু ছুতে 







No comments:

Post a Comment