Sunday, 12 June 2016

আবার হবে দেখা

পাল তুলে দেই 
আবার হবে দেখা 
নাও ছেড়ে দেই 
না হয় যদি তাতে 
সুখ গান শুনিও সখা 
সপ্নস্ফিতির তোমার দেশের আগমনী ধ্বনি 
মাতাল করে গায়তে বলে আমায় 
বদ্ধ শিখলে ফ্রেমে তুই সে বন্দি তোর্  আমার জদ পুরনো সন্ধি 
দেখতে চায় না এ কথা মিথ্যা নয় সাহস জাগে মনে তোকে না পাওয়ার কথা 

জানি আবার হবে দেখা 
প্রমান চাওয়া ভয় মুখোসের আড়ালে সখা 
ঘুমিয়ে আছে য়ে  উদ্দত পুরুষের রুদ্র মূর্তি, চখা
সন্তর্পনে সমর্পনে আবার হবে দেখা 

বৈঠা বহে দেও মোর দোলে 
ঢে উ এর তালে তালে বহু যুগল ভাসে বায়ু লহে  প্রাণে 
তত দৃপ্তি তত তৃপ্তি 
ছুতে চাওয়া সেই পাতার ছায়ায় 

পাল তুলে দেই 
আবার হবে দেখা 
নাও ছেড়ে দেই 
না হয় যদি তাতে 
সুখ গান শুনিও সখা 
https://galleryofgod.wordpress.com/page/2/
No comments:

Post a Comment