Wednesday 26 November 2014

বালুকার বালু

পা এ মোর  বালুকার বালু 
চোখের  জল মোর  পা এর পাতায় 
ভুলে যাই সব বালু 
মেঠো বালুকার জখন যাই জল আনতে 

তুমি আসো মরে রিদয়ে 
বির্স্টি ঘন শব্দ বেলায় 
সত্যি আধার  আড়াল সন্ধায় 
সপনে সয়নে ঘুমের জানালায় 

শান্ত নদীর জলের ধারায়
ভেসে যাই তরী খানি 
মাঝি ভাইয়ের গানের সুরে 
ভেসে আসে সুর ধব্নি 
শুধু আচ তুমি। .রবে..মোর রিদয়ে



No comments:

Post a Comment