Thursday, 27 July 2017

lord bond always ssen differential

All the lord bond while in you simply stay to forward there are unwanted
desire all the another day another page!

Image result for friday project pictures  

Monday, 24 July 2017

just myth

more the paly 
insghit soul myth 
today is that day 
you may no wrong search even a child comes to way 
more charms from mature friends 
free given that image lefts to past clay.  


Image result for durga idol picture

Wednesday, 12 July 2017

বালুকা বেলায়

যা দিয়েছিলে 
বালুকা বেলায় 
তপ্ত আমার এ হৃদয় 
কুড়াতে গিয়ে অজ্ঞাত আঘাতে 
রক্তিম কোন রাঙ্গায়ে 
তবু পেয়েছি ঠায় এ মনে 
কার রক্ত কমল চরণ 
জানিনে এ ভূমিত বলে না কোনো 
শুধু তার কথা 
কেমনে কই 
তোমার সাথে তোমার সে সই 
পড়েছিলো এক কোনে কি ? অবহেলা সহে কেউ 
কেউ বা আছে সুখে আসা যাওয়ার মাঝে 
তোমার সম্মানের ঢেউ 
এ সাগর এ বালুকা বেলা ডাকে আরো কাদের 
সে দর্শন বিস্বরূপের 
আছে , এক পদ্মা মেঘনা যমুনা 
আর আছে এক পদ্মা পাতার বন 

পাহাড় পর্বত ঘেরা রন 

এই বুঝি মনে হয় তাই দেখে বিশ্বাস করে কেউ 
কেউ বা শুনে 
সব কিছু জানে ব্রম্ম 
গোপন কর্ম জগতের এক অপরুপ মিলবন্ধন 
গল্প বলার ছলে বলে দিলো সব কিছু সে ছবি 
শুধু উপসংহার উপভোগ কি এ শুধু 
তবু মনে রেখেছিলো কি কেউ 
বিশ্বাস সে কাঁথা 
না মিথ্যা নয় সে কাঁথা 

Related image

Monday, 10 July 2017

স্নাত রবি

সেথায় কুয়াশা জমে
ছুঁই ছুঁই মেঘের মনে
ছিলো যারা একান্ত আপনজন
হতাশে ফিরেছিনু  বারে বারে
তবু পোড়া এ দুনয়ন
থামেনি থমকে তোমার দ্বারে
আমার মাঝে নও তুমি বেমানান
সান্তনা লাগে না কোনো
তুচ্ছ সন্তাপে এ প্রাণে মম
আর একটু পথ হেটে
যেদিন পেয়েছিলাম দেখিতে চাঁদের
হাসির ম্লান
দূরে সরে গেছে  আজি
দুর্বলতার ভীড়
সে বিস্বরূপ দর্শন তোমার
আকুন্ঠ এ স্নাত রবি।
Image result for bangla nature pictureImage result for bangla nature picture

Thursday, 6 July 2017

KEEP LOVE

KEEP LOVE NO FORGET 
HOW TO LOW 
EVERY ADDICTION TO FALL 
BEING EVERY FAMILY'S LOVE 
QUITE  GROW 
TO OVER DEMAND 
ALL THE CHANT 
ALL THE MUSIC 
DIRECT TO UNKNOWN 
SEEMS TO INFINITY 
SEEMS TO GOD MYTHOLOGY 
GOD UNKNOWN BE KNOWN 
ALL THE LIVE FROM HIS MOUTH 
TO MAKE BOOKS TO MAKE EXAM TO MAKE RESULT CONTRIBUTE TO OTHERS  
YET GOD NOT FOR SELF TRUE BY PREJUDICED SUPERNATURAL  POWER   
RATHER DONATE FOR WORLD 
RATHER BEING NEW HUMAN ALL 
LITTLE LIVE LITTLE UNACCOUNTABLE 
IT LEARN ME GOD ART BEHIND 
HOW TO LOW 
HOW FOR THOUGH 
TRUE TOUCH FOR MOMENTS NOT EVER 
AGAIN MOMENTS FOR BE READY TO TRUE TOUCH 
ENJOY  THE MOST DEEP LAYER OF LIFE 
HOW TO LOW 
HOLD IN SOUL SPAN GRADUALLY 
Image result for soul pictures

LIFE RESPECT

চলে যায়- পায়ে -পায় - 
বুঝি - হায় - সবই - 
হয়- অচল -
যেন - মনে -হয় 
আমি পিছে পড়ে  রয় 
এ - এ - বিহঙ্গ - হে - ধ্রুব -
আমি মিতালি করেছি বিধি 
আমি গুনেছি প্রমাদ পথে পথে 
এ মোর রিদয় বিদীর্ণে হায়  বারে বারে 
স্বতীর্থ মেনে আমি - 
একলা এই পথিক 
হায় চায় এ মন আমার সানিদ্ধ তারই 
চলে যায়- পায়ে -পায় - 
যারা এ পথে পথে 
জনে জনে 
ধন্য হে নতুন জন্ম 
তোমারই পরশে হোক ধন্য 
জেনেছি যা নয় তাই  শুধু তুমি 
হে মোর প্রেম 
তুমি রহিহে ছিলে গোপনে প্রাণে মম 
রবে এ বক্ষে চিরদিনই 
গুল্মলতা যেমন রহে 
পত্র মোচনেরও বিদায়ে 
শীতল  এ বক্ষ জুড়ে 
Image result for respect life pictures