Wednesday 12 July 2017

বালুকা বেলায়

যা দিয়েছিলে 
বালুকা বেলায় 
তপ্ত আমার এ হৃদয় 
কুড়াতে গিয়ে অজ্ঞাত আঘাতে 
রক্তিম কোন রাঙ্গায়ে 
তবু পেয়েছি ঠায় এ মনে 
কার রক্ত কমল চরণ 
জানিনে এ ভূমিত বলে না কোনো 
শুধু তার কথা 
কেমনে কই 
তোমার সাথে তোমার সে সই 
পড়েছিলো এক কোনে কি ? অবহেলা সহে কেউ 
কেউ বা আছে সুখে আসা যাওয়ার মাঝে 
তোমার সম্মানের ঢেউ 
এ সাগর এ বালুকা বেলা ডাকে আরো কাদের 
সে দর্শন বিস্বরূপের 
আছে , এক পদ্মা মেঘনা যমুনা 
আর আছে এক পদ্মা পাতার বন 

পাহাড় পর্বত ঘেরা রন 

এই বুঝি মনে হয় তাই দেখে বিশ্বাস করে কেউ 
কেউ বা শুনে 
সব কিছু জানে ব্রম্ম 
গোপন কর্ম জগতের এক অপরুপ মিলবন্ধন 
গল্প বলার ছলে বলে দিলো সব কিছু সে ছবি 
শুধু উপসংহার উপভোগ কি এ শুধু 
তবু মনে রেখেছিলো কি কেউ 
বিশ্বাস সে কাঁথা 
না মিথ্যা নয় সে কাঁথা 

Related image

No comments:

Post a Comment