সেথায় কুয়াশা জমে
ছুঁই ছুঁই মেঘের মনে
ছিলো যারা একান্ত আপনজন
হতাশে ফিরেছিনু বারে বারে
তবু পোড়া এ দুনয়ন
থামেনি থমকে তোমার দ্বারে
আমার মাঝে নও তুমি বেমানান
সান্তনা লাগে না কোনো
তুচ্ছ সন্তাপে এ প্রাণে মম
আর একটু পথ হেটে
যেদিন পেয়েছিলাম দেখিতে চাঁদের
হাসির ম্লান
দূরে সরে গেছে আজি
দুর্বলতার ভীড়
সে বিস্বরূপ দর্শন তোমার
আকুন্ঠ এ স্নাত রবি।
ছুঁই ছুঁই মেঘের মনে
ছিলো যারা একান্ত আপনজন
হতাশে ফিরেছিনু বারে বারে
তবু পোড়া এ দুনয়ন
থামেনি থমকে তোমার দ্বারে
আমার মাঝে নও তুমি বেমানান
সান্তনা লাগে না কোনো
তুচ্ছ সন্তাপে এ প্রাণে মম
আর একটু পথ হেটে
যেদিন পেয়েছিলাম দেখিতে চাঁদের
হাসির ম্লান
দূরে সরে গেছে আজি
দুর্বলতার ভীড়
সে বিস্বরূপ দর্শন তোমার
আকুন্ঠ এ স্নাত রবি।
No comments:
Post a Comment