চলে যায়- পায়ে -পায় -
বুঝি - হায় - সবই -
হয়- অচল -
যেন - মনে -হয়
আমি পিছে পড়ে রয়
এ - এ - বিহঙ্গ - হে - ধ্রুব -
আমি মিতালি করেছি বিধি
আমি গুনেছি প্রমাদ পথে পথে
এ মোর রিদয় বিদীর্ণে হায় বারে বারে
স্বতীর্থ মেনে আমি -
একলা এই পথিক
হায় চায় এ মন আমার সানিদ্ধ তারই
চলে যায়- পায়ে -পায় -
যারা এ পথে পথে
জনে জনে
ধন্য হে নতুন জন্ম
তোমারই পরশে হোক ধন্য
জেনেছি যা নয় তাই শুধু তুমি
হে মোর প্রেম
তুমি রহিহে ছিলে গোপনে প্রাণে মম
রবে এ বক্ষে চিরদিনই
গুল্মলতা যেমন রহে
পত্র মোচনেরও বিদায়ে
শীতল এ বক্ষ জুড়ে
No comments:
Post a Comment