Wednesday, 9 August 2017

রক্ত করবী

আমি সন্দেহে ছেড়েছি এই  যাত্রা
এ সন্দেহ ছিলো বুঝি  গলার মালা
গড়েছি গোপন যে  স্বপন
নাহি করি ভয়  না যাবে ফাঁসে
এ পবিত্র বন্ধন 
প্রিয়তম যদি একান্তে ধরা দেয়
ভালোবাসা মম মিথ্যা নয়

আপনজন কখনও  পর হয়
ভালোবাসা যদি এ মিথ্যা শুধু যদি এ গরল 
একতা বন্দন রক্ত করবী
ভেঙ্গে হয় তা খান খান
পর হয় যদি সে কভু আপন
ভালোবাসা যেন এ নয় শুধু নিছক মিথ্যা
এ অমৃত সম  সবই হয় একদিন আপন


image of Fultala Daksmindihi Rabindra Complex

No comments:

Post a Comment