হাসি আজো
মনে মনে মন মনন
হাসি আজো
মনে মন মন রেখে মন
বিহনে অথবা স্মরণে
এ এক অনবদ্য স্মরণ
এ মন আজো মনে রাখে মন ,মনকে করে যত্ন
এই ভেবে
ভালো লাগে
কেও বুঝি আনমনে মন , তবু এ হাসি গোনে মন
জাহির করতে নিজেরে
অথবা আমার এ আত্মার রোলে
অচেনা মুখ আজো যাই আসে চেনা সেই আজব পথ দিয়ে
টানে সেই চোখ কাও বড় কারো ছোট
কেউ বা বেটে কেউ বা ছোটে
কেই কি মনে রাখে তারা কবে কোথাও
অথবা যাই কিছু কি ফেলে তারা আনমনে মন
আমারি মতন
উৎক্ষেপণ করে মন এ হাসি মোর আকাশে
ফিরি আসি একলা সেই নিচের তলা
দেখতে এ মেলা
কোনোমতে এমন
দিন যাই চলে
মাস গোনে কেউ যখন
মাহিনা অথবা প্রেমিকার কাঁন্নার মিশ্রিত আবেগে
মন করে উৎপাতন
গড়ে কি বাঁচে হিসাবে জীবনের চাহিদায়
এ দুচোখ ফেরানো দায় যখন
ধার করে এ রাত মোর অশ্লীল
কালো আঁধারে যায় না রাখতে পেরে গোপন
এ দুনিয়ার সাথে যত মিথ্যা যাপন
নেশা অথবা হতাশায় হারায় না তবু সবাই সবই
দেখা যাক এবার কতটুকু বাঁচে জীবন
মনে মনে মন মনন
হাসি আজো
মনে মন মন রেখে মন
বিহনে অথবা স্মরণে
এ এক অনবদ্য স্মরণ
এ মন আজো মনে রাখে মন ,মনকে করে যত্ন
এই ভেবে
ভালো লাগে
কেও বুঝি আনমনে মন , তবু এ হাসি গোনে মন
জাহির করতে নিজেরে
অথবা আমার এ আত্মার রোলে
অচেনা মুখ আজো যাই আসে চেনা সেই আজব পথ দিয়ে
টানে সেই চোখ কাও বড় কারো ছোট
কেউ বা বেটে কেউ বা ছোটে
কেই কি মনে রাখে তারা কবে কোথাও
অথবা যাই কিছু কি ফেলে তারা আনমনে মন
আমারি মতন
উৎক্ষেপণ করে মন এ হাসি মোর আকাশে
ফিরি আসি একলা সেই নিচের তলা
দেখতে এ মেলা
কোনোমতে এমন
দিন যাই চলে
মাস গোনে কেউ যখন
মাহিনা অথবা প্রেমিকার কাঁন্নার মিশ্রিত আবেগে
মন করে উৎপাতন
গড়ে কি বাঁচে হিসাবে জীবনের চাহিদায়
এ দুচোখ ফেরানো দায় যখন
ধার করে এ রাত মোর অশ্লীল
কালো আঁধারে যায় না রাখতে পেরে গোপন
এ দুনিয়ার সাথে যত মিথ্যা যাপন
নেশা অথবা হতাশায় হারায় না তবু সবাই সবই
দেখা যাক এবার কতটুকু বাঁচে জীবন
No comments:
Post a Comment