Friday, 25 August 2017

অনুশোচিত প্রাণ

অনুশোচিত প্রাণ 
গোপনে দিতে চায় পাড়ি  
হেট্ না আর বাধে গতি 
এ মস্তিক নয় নাস্তিক  তাই বুঝি 
আড়ালে তোমায় আজো  ভালোবাসি 
আজো  গোপনে 
হাত বাড়ালে তুই এ মন ধুয়ে  যায়
সম্পূর্ণতার সে ঢেউয়ে  সে  আস্বাসে   সে বিস্বাসে 
ধীর ,ধীর সেই এক তোরেই এ মন কেমন 
ভালোবাসে 
বড় তাই জানতে ইচ্ছা করে  

এক দিন আসবে সেই ভালোবাসার দিন 
এই ভাবে মন 
আরো দ্রিয় আরো প্রিয় হয় চাল  চারিত্রীর 
খোঁজ  এ নয় শুধু তোর আমার এ এ  ধরার 
 গোপন এক ভালোবাসা 

বাড়ালে পা বাড়ালে মস্তিস্ক 
খুঁজে পাই বা সে তোরে এই আশিক আবার 
হয়তো বা রব না যেদিন আমরা এখানে 
বেঁচে রব তাদের অসিকানায় 
চিরদিন  সেই উন্মুক্ত পবিত্র নীল আকাশে  Image result for durga puja 2017


No comments:

Post a Comment