Sunday, 7 December 2014

POEM OF THE DAY!

মাটির ঘড়ি 
মাটির ঘড়ির কাটা 
প্রফুল্ল চাকি বিনয় সূর্যসেন 
বাদল দিনেশ বাঘা  যতীন 
চাঁন্দের  হাঠের যাতা 
হরিজন জনগণ মন  অধিনায়ক 
দার দ্বারা রশ্মি রাশি 
বাতায়নএ  দোলে  মোর ভিঠির ভিথি
ভিটি  চত্বর  মোদের গায়
তারই নাম বাংলাদেশ 
হরিজন মোর সোনার বাংলায় 
একটি জীবন একটি স্বাধীন দেশে 
নতুন রূপে সবান্ধবে 
নিমন্ত্রণ রইলো 
সময় যখন কাটাই কাটাই 
এখানে অনেক নদী মাটি 
বায়ু আর বৃক্ষ 
নতুন রূপে তোমায় দেবে শান্তির ছায়া 
এই রয়্লো মোদের প্রতুশ্রুতি 
ও অঙ্গীকার!

Journey through Middle-earth in Chrome

Take an interactive journey through Middle-earth in the latest Chrome Experiment inspired by "The Hobbit: The Battle of the Five Armies".




No comments:

Post a Comment