Thursday, 23 June 2016

শহীদ পদাতিক

পথ ভেঙেছে জোৎস্না হেসে 
ঘরে ফেরা নিধন্ধ নিবন্ধে 
চাদর গাত্রে ,ফেলে আসা পথে 
আস্তিকের সন্ধানে ! সেই অমিকে খুঁজে পেতে।
নেমেসিস এসেছিলো সেই ঘন রাত্রিকালে 
তরবারিটি তার বুকস্থলে ,অজয় অসমে 
সংসার বৃক্ষে ইস্থিতিস্থাপকতার উশ্চাসে। 
দলে বলে সখা সখী এখন সদা  জাগরিত 
সব নিয়ে প্রমান স্বরূপ সব গতি অবিরত 
সব ভ্রমর সব ভ্রমের মতি গুনে 
গুনগুনালো সম্ভরমে বিদ্যুৎ পূঞ্জে 
তাদেরই দলে সলিল সমরে শহীদ পদাতিক 
তাইতো নাস্তিক হতে চেয়েছিলো আস্তিক 
উপলব্ধ জ্ঞানে ,মোড়ে বাঁচতে চাওয়া সেই প্রেমেরই সুরে। 

No comments:

Post a Comment