Thursday, 29 September 2016

মহাত্মা..

সহসা আসিল ;সমস্ত মলিনতা তাবু দূর হইলো না 
পরে রইলো শুধু না বলা কথা কহা হয় নাই যাহা 
তোমার লাগিয়া জানিয়া মম চেতনা ; কতনা সুভাষ সৌরভে 
তাই এখন সব জাগিয়া 
আসক্তি সময় কণ্ঠে বলিলে আমায় ;সমস্ত আসিল তবু কেহ মম মিলিলো না 

জগত মাঝে তোমার পানে রহিলাম শুধু সহে 
চলিতে চলিতে যদি কভু নতুন রসদ আসে 
কি জানি  কখন চিত্ত খানি মম আমলিনতায় ধুয়ে তুমি দেবে 
তোমার কাছে মহাত্মা....আর কিছু চাহি না.....


BornOctober 2, 1869, Porbandar
AssassinatedJanuary 30, 1948, New Delhi
SpouseKasturba Gandhi (m. 1883–1944)

হ্যাপি মহাত্মা দিবস ! 
Mahatma Gandhi

Image result for rupees symbol

Thursday, 22 September 2016

সে খানে তে থেকো তুমি হে আমার অমর পিতা

তোমার মাঝে দেখেছি আমার জন্ম 
আসিল সে নতুন জন্ম , নিয়ে নতুন বার্তা 
স্মৃতিতে তাই আজ নেই কো  তারা  মনে মনে তাই আজ গড়ি সে স্বর্গ 
জন্ম মম সার্থক তোমাতে মাতা 
পবিত্র বাসর বিনিময়ে মন লাগে যেথায় 
ভুলে যেও তুমি সেই তুচ্ছ গতি  ,পাই না মতি তোমার চরণ কোথায় 
সে খানে তে থেকো তুমি হে আমার অমর  পিতা 


Image result for immortal pictures

Wednesday, 21 September 2016

জীবনে যত আনন্দ ধারা

সে তোমায় ডাকে ,তুমি পাওনা শুনিতে 
নিয়তি মম নিয়তি 
জীবনে যত আনন্দ ধারা 
গাহিছে আজি পিছে পিছে 
তন্ময় ঘন সারা বেলা সেই কত না হীনমন্য হারা 
তোমায় দেখা তোমায় ছোঁয়া 
আমার স্ববিনীত আমার আত্মহূত 
জানি ওগো জানি সেই হবে শুভলগনে পারা 
রামধেনুর আকাশে তাই আজি হঠ্যাৎ ভেজা বৃষ্টিতে  

Image result for rainbow images

Thursday, 15 September 2016

कवी जो बदल घोनी



कवी जो बदल घोनी 
उसें ईयाद आयी 
कितनै बातें कितने ,बारिस की तारा आयी रे बदल वी घोनी रे  

दिल मैं जागें धड़कन ,नया गीत गाये 
तुमारी पयार हरपाल ; ऐसें  
आखिरी दिन अलबिदा न कहे 
न कहे पल मैं तुम आयी  उसें ईयाद आयी 

इ गगन इ मगन इ पयार तुम्हारा 
कवी न जाय ,आखो मैं बैट जाय ,काजल की तारा 
नया नया अम्बर पकड़ , इस को काहे नज़दीक हमारा 



Sunday, 11 September 2016

Turn on me

Turn on me 
 my previous age 
it may be no differ to me while all the sense get finishing to that point 
be for you be for truth 

the simple words would make free in the chances  
if you love me until love not get others branches 
one of sense now until one of sense time to infinity brightness 
no wine no drug yet we won't defeated by trash 

The very green moment now on yours eyes 
while after no hidden shock yours eyes simply plays in my eyes 

Turn on me 
 my previous age 
it may be no differ to me while all the sense get finishing to that point 
be for you be for truth ....

to be continued .... 


Thursday, 8 September 2016

বাংলার মাটি বাংলার উল্লাসে

মোহন বজায় বাঁশি মনে হয় অদূর 
তার আপন মনে নিত্য সে সুর শ্রুতি মধুর 
সে সুর বাঁজে না ঠুনকো কাঁচের বলয়ে 
বাঁজে সে সুর নির্মল সবুজ বাঁশে 

স্পর্শমনি মিলেমিশে প্রকৃতির প্রাধান্যে 
সে সুর কাড়ে না বাড়তি নজর বা সম্মোহনে র ওজর 
যা ছিল তোমারও শুধু তোমার অধিকারে 

আলোয় আঁধারে দোষীও না তাহারে 
যেন আমরা বাংলার  মাটি  বাংলার উল্লাসে 

Image result for bangla  nature pictures

Tuesday, 6 September 2016

সমান দারি

শুধু আলোছায়ায় মনের মূর্তিতে 
মৃত্তিকা উর্বর ঘন মূর্ছাতে 
ভাব প্রেমের ভক্তিতে বার বার 
তোমার সকল সকালে সকল সন্ধ্যায় 
জগৎ সৃষ্টি হ .. 

যদি দেখতে চাও সেই মূর্তি সমান সমান প্রশ্নে 
না যায় তারে  লেখা ধরার কালিতে 
নিয়ম আসে ব্রত পরম সেই এক শক্তিতে 
সকল কর্ম সকল গতি হয় দুর্ণিবার  
সফল হোক হোক  ব্যার্থ 
তাই আনাগোনা শেষ হয় সেই দারিতে  
Image result for steelyard pictures

Monday, 5 September 2016

মিথ্যায় সুখ

মিথ্যায় সুখ হর সুখ যবে আসে প্রভু 
আ আ আ 
তোমার উজান পানে মনে হয় সব উজাড় রবে 
না রইবো আর দ্বিধন্ধে প্রভু 
আ আ আ মিথ্যায় সুখ হর সুখ যবে আসে প্রভু 
আ আ আ 
তোমার পারিতোষিক তোমার সন্তুষ্টে 
চক্রবুহে নিবিষ্ট সে এক নিবিড় প্রেমে 
অপরিষে অনৃষ্ঠে 
প্রভু 
আ আ আ 
আমিও নয় তুমিও নয় তবু আছি 
সবাই সে রাজ গুনে....নয় মিথ্যায়  .....সেই সৃষ্টি কর্তার অমীয় পানে 

মিথ্যায় সুখ হর সুখ যবে আসে 
বলা হয় এই টুকু রেখো যেও তুমি বারি 
ভাবসাগরে আবার কিছুই না রাখিতে পারি 
ভুল না তোমার স্বত্বগুনে ,সত্তা গ্রথিত 
ভালোবাসার বীজ ,নষ্ট রহস্যে পিছু লোকে কিছু বলে 
প্রভু 
আ আ আ মিথ্যায় সুখ হর সুখ যবে আসে প্রভু 
আ আ আ  
কামহীন বল চির অমিয় কর্মে বিশ্ব মাঝে 

Image result for river picture




Saturday, 3 September 2016

সব পেয়েছি

সব পেয়েছি এক মেলায় 
মনোবীণা উচাটন রয় ,মন হারিয়ে আজ যায় কোন খাতে 
মারিয়ানা গভরে কিংবা  এলিফেন্ট গুহায় 
কত পট না ...এসে যায় 
নয়ন হতে অক্ষিপটে , মেলার বায়োস্কোপে 
আমি শুধু আমারই রই ,মেটেনা তৃষ্ণা , ভালোবাসার 

সন্ধ্যায় গ্যাস বাতির আলোয় নাটুকে ভিড় 
মনরঞ্জয় শুধু শুধু কচিকাচারী , সিনগুলি যোগায় বীর 

সিকিমি ছাতা মেলে ধরে বসে  আছে , আলোর অপেক্ষায় উঠ চায় পুবপানে 
দিগন্ত ছুঁয়েছে বেলায় আমার মেলার পটে আনমনে।  
Image result for camel picture