সহসা আসিল ;সমস্ত মলিনতা তাবু দূর হইলো না
পরে রইলো শুধু না বলা কথা কহা হয় নাই যাহা
তোমার লাগিয়া জানিয়া মম চেতনা ; কতনা সুভাষ সৌরভে
তাই এখন সব জাগিয়া
আসক্তি সময় কণ্ঠে বলিলে আমায় ;সমস্ত আসিল তবু কেহ মম মিলিলো না
জগত মাঝে তোমার পানে রহিলাম শুধু সহে
চলিতে চলিতে যদি কভু নতুন রসদ আসে
কি জানি কখন চিত্ত খানি মম আমলিনতায় ধুয়ে তুমি দেবে
তোমার কাছে মহাত্মা....আর কিছু চাহি না.....
পরে রইলো শুধু না বলা কথা কহা হয় নাই যাহা
তোমার লাগিয়া জানিয়া মম চেতনা ; কতনা সুভাষ সৌরভে
তাই এখন সব জাগিয়া
আসক্তি সময় কণ্ঠে বলিলে আমায় ;সমস্ত আসিল তবু কেহ মম মিলিলো না
জগত মাঝে তোমার পানে রহিলাম শুধু সহে
চলিতে চলিতে যদি কভু নতুন রসদ আসে
কি জানি কখন চিত্ত খানি মম আমলিনতায় ধুয়ে তুমি দেবে
তোমার কাছে মহাত্মা....আর কিছু চাহি না.....
Assassinated: January 30, 1948, New Delhi
Spouse: Kasturba Gandhi (m. 1883–1944)