মোহন বজায় বাঁশি মনে হয় অদূর
তার আপন মনে নিত্য সে সুর শ্রুতি মধুর
সে সুর বাঁজে না ঠুনকো কাঁচের বলয়ে
বাঁজে সে সুর নির্মল সবুজ বাঁশে
স্পর্শমনি মিলেমিশে প্রকৃতির প্রাধান্যে
সে সুর কাড়ে না বাড়তি নজর বা সম্মোহনে র ওজর
যা ছিল তোমারও শুধু তোমার অধিকারে
আলোয় আঁধারে দোষীও না তাহারে
যেন আমরা বাংলার মাটি বাংলার উল্লাসে
তার আপন মনে নিত্য সে সুর শ্রুতি মধুর
সে সুর বাঁজে না ঠুনকো কাঁচের বলয়ে
বাঁজে সে সুর নির্মল সবুজ বাঁশে
স্পর্শমনি মিলেমিশে প্রকৃতির প্রাধান্যে
সে সুর কাড়ে না বাড়তি নজর বা সম্মোহনে র ওজর
যা ছিল তোমারও শুধু তোমার অধিকারে
আলোয় আঁধারে দোষীও না তাহারে
যেন আমরা বাংলার মাটি বাংলার উল্লাসে
No comments:
Post a Comment