Thursday, 8 September 2016

বাংলার মাটি বাংলার উল্লাসে

মোহন বজায় বাঁশি মনে হয় অদূর 
তার আপন মনে নিত্য সে সুর শ্রুতি মধুর 
সে সুর বাঁজে না ঠুনকো কাঁচের বলয়ে 
বাঁজে সে সুর নির্মল সবুজ বাঁশে 

স্পর্শমনি মিলেমিশে প্রকৃতির প্রাধান্যে 
সে সুর কাড়ে না বাড়তি নজর বা সম্মোহনে র ওজর 
যা ছিল তোমারও শুধু তোমার অধিকারে 

আলোয় আঁধারে দোষীও না তাহারে 
যেন আমরা বাংলার  মাটি  বাংলার উল্লাসে 

Image result for bangla  nature pictures

No comments:

Post a Comment