Saturday, 3 September 2016

সব পেয়েছি

সব পেয়েছি এক মেলায় 
মনোবীণা উচাটন রয় ,মন হারিয়ে আজ যায় কোন খাতে 
মারিয়ানা গভরে কিংবা  এলিফেন্ট গুহায় 
কত পট না ...এসে যায় 
নয়ন হতে অক্ষিপটে , মেলার বায়োস্কোপে 
আমি শুধু আমারই রই ,মেটেনা তৃষ্ণা , ভালোবাসার 

সন্ধ্যায় গ্যাস বাতির আলোয় নাটুকে ভিড় 
মনরঞ্জয় শুধু শুধু কচিকাচারী , সিনগুলি যোগায় বীর 

সিকিমি ছাতা মেলে ধরে বসে  আছে , আলোর অপেক্ষায় উঠ চায় পুবপানে 
দিগন্ত ছুঁয়েছে বেলায় আমার মেলার পটে আনমনে।  
Image result for camel picture

No comments:

Post a Comment