Monday 5 September 2016

মিথ্যায় সুখ

মিথ্যায় সুখ হর সুখ যবে আসে প্রভু 
আ আ আ 
তোমার উজান পানে মনে হয় সব উজাড় রবে 
না রইবো আর দ্বিধন্ধে প্রভু 
আ আ আ মিথ্যায় সুখ হর সুখ যবে আসে প্রভু 
আ আ আ 
তোমার পারিতোষিক তোমার সন্তুষ্টে 
চক্রবুহে নিবিষ্ট সে এক নিবিড় প্রেমে 
অপরিষে অনৃষ্ঠে 
প্রভু 
আ আ আ 
আমিও নয় তুমিও নয় তবু আছি 
সবাই সে রাজ গুনে....নয় মিথ্যায়  .....সেই সৃষ্টি কর্তার অমীয় পানে 

মিথ্যায় সুখ হর সুখ যবে আসে 
বলা হয় এই টুকু রেখো যেও তুমি বারি 
ভাবসাগরে আবার কিছুই না রাখিতে পারি 
ভুল না তোমার স্বত্বগুনে ,সত্তা গ্রথিত 
ভালোবাসার বীজ ,নষ্ট রহস্যে পিছু লোকে কিছু বলে 
প্রভু 
আ আ আ মিথ্যায় সুখ হর সুখ যবে আসে প্রভু 
আ আ আ  
কামহীন বল চির অমিয় কর্মে বিশ্ব মাঝে 

Image result for river picture




No comments:

Post a Comment