তোমার সাথে স্মৃতির পটে যা ছিল সব স্মৃতি
তা কি পারে শুধুই দিতে এমনিই টেনে ইতি
হয়তো বা কখনো হতাশা গ্রাসে সব লাগে ভুল
তখন যে সময় খুঁজিয়া না পায় পাথর আকুল
যেমনি তোমার কৃতি আমার সকল কাজে
চেনায় আবার নতুন করে
তেমনি করেই চিনে নিতে চায় মন
তোরে আরো কাছে পেয়ে শোন
পুরোনো মাঝে নয় বা রহি
নতুন করে সবার লগি
এসেছে তাই তোমার সময়
শত কোটি বিশ্বাস লয়ে
তা কি পারে শুধুই দিতে এমনিই টেনে ইতি
হয়তো বা কখনো হতাশা গ্রাসে সব লাগে ভুল
তখন যে সময় খুঁজিয়া না পায় পাথর আকুল
যেমনি তোমার কৃতি আমার সকল কাজে
চেনায় আবার নতুন করে
তেমনি করেই চিনে নিতে চায় মন
তোরে আরো কাছে পেয়ে শোন
পুরোনো মাঝে নয় বা রহি
নতুন করে সবার লগি
এসেছে তাই তোমার সময়
শত কোটি বিশ্বাস লয়ে