Friday, 4 November 2016

; জ্যোতি :

জোত্যি : মোরে যত নিঃচল্ গতি ,দ্বার আবিরুদ্ধ করে চলো হে রুদ্র হে মোর মতি 
জোত্যি : মোরে যত নিঃচল্ গতি 
মিমাংশিত প্রাণ মোরে করো আগে যেথায় সে সব সত্য  গুলি  বড়ো বেমানান 
আপাতঃ সত্য ; আড়ালে সে আসলে অবিনাশিত 
তাই আত্মা মোর গাহে আহা ; এখনো মোর প্রাণ শীতল যাহা ; জ্যোতি :  


নিরিক্ষনে এ মন করে যে বড়ো উচাটন 
প্রভু মোর দীন তাই করি শুধু তোমায় বন্দন 
হীন ;নাহি লাগে মোর সকলি কাজে হে তাহার মনোরথ অগ্রজে 
ফুলে ফুলে সাজানো সে ধজরথ এস হে রক্ত ভৈরবী পদব্রজে 


Image result for future cola



  Image result for future cola


No comments:

Post a Comment