আমি এক পড়ে রই
আমার সকল কাজে নিবিড় মেলায় প্রাণ সখা কই।
পুঞ্জ মেঘের ভেলা আকাশের বুকে যেমনটি রই
সংকীর্ণ মনের কোন অদূরে আমিও ঠিক নই
সে যে তোর মনের সখা 'দেবে না তোরে রয়তে একা
মনের মধ্যে মেঘ সখা আর মেঘের মধ্যে মন রই একা।
তার উপর আকাশ পটে রইবে তুমি কেন একা
সে যে তোর মনের সখা 'দেবে না তোরে রয়তে একা !
আমার সকল কাজে নিবিড় মেলায় প্রাণ সখা কই।
পুঞ্জ মেঘের ভেলা আকাশের বুকে যেমনটি রই
সংকীর্ণ মনের কোন অদূরে আমিও ঠিক নই
সে যে তোর মনের সখা 'দেবে না তোরে রয়তে একা
মনের মধ্যে মেঘ সখা আর মেঘের মধ্যে মন রই একা।
তার উপর আকাশ পটে রইবে তুমি কেন একা
সে যে তোর মনের সখা 'দেবে না তোরে রয়তে একা !
No comments:
Post a Comment