সাফল্য ও চেতনা।
যা কিছু রচনার যা কিছু চেতনার যা কিছু সাফল্যের
সে সব ফসল।
যাবনা কচি ফসলের দানা মেলতে বা পায়রা ছানা উড়তে জোর করতে।
তারা নিজেরাই সময় নিজেরাই পরিস্ফুটিত।
খুঁজে পাওয়া চেতনা হারিয়ে যাওয়ার পর যেমন দেয় শুন্য আনন্দ বুক মাঝে তাহাই অনুভূত করে সকলে মোরা
এবং প্রত্যেকে পরের তরে।
বেড়ে ওঠা ফুল ঠিক আপনার জন্য গর্ব করে না সুধু গন্ধ বিলিয়ে যায়।
নেব নিঃশাস আজ্জ বুক ভরে সব সফলের চেতনায় শেষে এটায় কাম্য।
এটি ভালবাসা ও আসক্তির ঘর টোপ এ হয়ত বা কভু ডুবে যাওয়া উদ্ধার কৃত সমপ্রানে।
প্রভু তবু যেন পায় সম চেতনার উত্স যেথায় সন্ধেও ও দুখ মেলা ভার।
আনন্দ মেলার হাট।
তুমি শান্ত হও হে মরে চেতনা
প্রকাশ না করো যত সব অবচেতনা
দুঃ সপ্ন হতাশা বেদনা
না বলা কথা না বলা ভাষা
যেন সঞ্চার করে সুধু আশা ভালবাসা
তুমি শান্ত হও হে মরে চেতনা
আমর শুধু তুমি হে
অমর শুধু তুমি হে
যদি হই ছবি মুছে যাওয়ার আবছা ঘোরে
সেত হবে চিরদিনের
প্রেরণা মরে
তুমি শান্ত হও হে মরে চেতনা
প্রকাশ না করো যত সব অবচেতনা
দুঃ সপ্ন হতাশা বেদনা
না বলা কথা না বলা ভাষা
যেন সঞ্চার করে সুধু আশা ভালবাসা
তুমি শান্ত হও হে মরে চেতনা
আশা ভালবাসা
কেমনে আসে
মনের মাঝে
ভালবাসা
কেমনে আসে
ফিরে পাবার লাগিয়া
যাক না সে হারিয়ে শুধু ই ভুলের আধারে
না বলা কথা না বলা ভাষা
যেন সঞ্চার করে সুধু আশা ভালবাসা
তুমি শান্ত হও হে মরে চেতনা
তুমি শান্ত হও হে মরে চেতনা
প্রকাশ না করো যত সব অবচেতনা
দুঃ সপ্ন হতাশা বেদনা
যা কিছু রচনার যা কিছু চেতনার যা কিছু সাফল্যের
সে সব ফসল।
যাবনা কচি ফসলের দানা মেলতে বা পায়রা ছানা উড়তে জোর করতে।
তারা নিজেরাই সময় নিজেরাই পরিস্ফুটিত।
খুঁজে পাওয়া চেতনা হারিয়ে যাওয়ার পর যেমন দেয় শুন্য আনন্দ বুক মাঝে তাহাই অনুভূত করে সকলে মোরা
এবং প্রত্যেকে পরের তরে।
বেড়ে ওঠা ফুল ঠিক আপনার জন্য গর্ব করে না সুধু গন্ধ বিলিয়ে যায়।
নেব নিঃশাস আজ্জ বুক ভরে সব সফলের চেতনায় শেষে এটায় কাম্য।
এটি ভালবাসা ও আসক্তির ঘর টোপ এ হয়ত বা কভু ডুবে যাওয়া উদ্ধার কৃত সমপ্রানে।
প্রভু তবু যেন পায় সম চেতনার উত্স যেথায় সন্ধেও ও দুখ মেলা ভার।
আনন্দ মেলার হাট।
তুমি শান্ত হও হে মরে চেতনা
প্রকাশ না করো যত সব অবচেতনা
দুঃ সপ্ন হতাশা বেদনা
না বলা কথা না বলা ভাষা
যেন সঞ্চার করে সুধু আশা ভালবাসা
তুমি শান্ত হও হে মরে চেতনা
আমর শুধু তুমি হে
অমর শুধু তুমি হে
যদি হই ছবি মুছে যাওয়ার আবছা ঘোরে
সেত হবে চিরদিনের
প্রেরণা মরে
তুমি শান্ত হও হে মরে চেতনা
প্রকাশ না করো যত সব অবচেতনা
দুঃ সপ্ন হতাশা বেদনা
না বলা কথা না বলা ভাষা
যেন সঞ্চার করে সুধু আশা ভালবাসা
তুমি শান্ত হও হে মরে চেতনা
আশা ভালবাসা
কেমনে আসে
মনের মাঝে
ভালবাসা
কেমনে আসে
ফিরে পাবার লাগিয়া
যাক না সে হারিয়ে শুধু ই ভুলের আধারে
না বলা কথা না বলা ভাষা
যেন সঞ্চার করে সুধু আশা ভালবাসা
তুমি শান্ত হও হে মরে চেতনা
তুমি শান্ত হও হে মরে চেতনা
প্রকাশ না করো যত সব অবচেতনা
দুঃ সপ্ন হতাশা বেদনা
No comments:
Post a Comment