বিভূত বিভূতি
আদি আত্মার সত্তা ,হে ভগবান ,আত্মার স্বরথী
খুঁজে পাওয়া যেদিকে যাওয়া কতনা তোমার সাথী
কতনা যতন কতনা কানন কত না কত না পথে কত না বিথী
মিলিত , তোমারি স্বাগত সংঘী
মেলায় ,বৃক্ষ তলে এক অপরুপা সাথী
বিভূত বিভূতি
তোমার আমার হলে মিলন সবই যায় মিলে
বিশ্ব মাতার প্রেমে আকাশ আকাশে নিলে
আবার না পায় তোমার আলিঙ্গন স্থির সাথে তাই তো ভারী মিলন
হয়ত সেও তোমার অশ্রুজলের গীতিবিতান
মেলায় বৃক্ষ তলে এক অপরুপা সাথী
বিভূত বিভূতি
আদি আত্মার সত্তা ,হে ভগবান ,আত্মার স্বরথী
খুঁজে পাওয়া যেদিকে যাওয়া কতনা তোমার সাথী
কতনা যতন কতনা কানন কত না কত না পথে কত না বিথী
মিলিত , তোমারি স্বাগত সংঘী
মেলায় ,বৃক্ষ তলে এক অপরুপা সাথী
বিভূত বিভূতি
তোমার আমার হলে মিলন সবই যায় মিলে
বিশ্ব মাতার প্রেমে আকাশ আকাশে নিলে
আবার না পায় তোমার আলিঙ্গন স্থির সাথে তাই তো ভারী মিলন
হয়ত সেও তোমার অশ্রুজলের গীতিবিতান
মেলায় বৃক্ষ তলে এক অপরুপা সাথী
বিভূত বিভূতি
No comments:
Post a Comment