Wednesday, 25 May 2016

পুঁজি

যে টুকু পুঁজি 
তাই যেন চুক্তি 
সলিল সমরে আহবান নয় তোমায় 
যদি না এসে ফিরে যাও 
কন্তককীর্ণ পথ কত না আঘাত 
তুচ্ছ  সে মুক্তি 
যদি যাও নিয়তির সারথী 
যে টুকু পুঁজি 
তাই যেন চুক্তি 

আই ন নিয়ম এক ই কথা বলে 
সময়ের পরিপেক্ষিতে 
জেনে রাখো  তুমিও 
যদি বসন্ত না আসে কভুও 
জীবনাবসানে ভাবো , কতই না হেমন্ত 
কেটেছে শুধু হেলায় 
সুধু দেওয়ার পালায় 
তাই তো সে আজ জয়ী বিজয়ের মালায় 
বলবে কালপুরুষ তোমায় কভু ভুলে 
গর্বিত বনে খুসি 
যে টুকু পুঁজি 
তাই যেন চুক্তি 
চারিদিক তৈরী 
তারই ইশারায় 
হোক না সে মলিন আকাশ 
শির  অমর  সেই সুদিনের আশায়  

শুভ জন্মদিন 


No comments:

Post a Comment