Monday, 9 May 2016

song of day

খেলা নাহি সার 
ধর্ম  নাহি বলে ছলে 
সে শুধু চলে ,আনন্দ ধারা বহে। 
মন বলে 
আনন্দ ময়ী সময় 
হে এমন  বা কি, সে সব -কেড়ে নেয় 
সাধ্য কি তার 
যা ছিল ছিল নয় আমার 
বিলিয়ে সুখ ভয় নেই যার 
- কোনো দায় বা  কোনো দায়ের 
দ্বায়িত্ব কর্তব্য যতন 
আছে যার সে তো নয় খেলার 
স্বাধীন মনের কোন হতে নেই কোনো শেষ 
যার 
খেলা নাহি সার 
ধর্ম  নাহি বলে ছলে 
সে শুধু চলে ,আনন্দ ধারা বহে। 

No comments:

Post a Comment