Wednesday, 31 August 2016

তোমার আসরে প্রভু

তোমার আসরে প্রভু 
স্মৃতির পরিনিতায় তুমিই ছিলে ছায়ার ইন্দু 
হারিয়ে যাওয়া দিনগুলি ফিরে পায় কি কভু 
সত্যের গাঁথা মালায়  ...মনে হয় ...ইশারায়  হরপাল সুরবিন্দু। .....


জানি জানি একদিন সব যাবে মিলে 
না বলা তোমায় , সেই দিন গুলি যবেই হারাবে 
নতুন জীবনের শাখায় শাখায় দোয়েল পাখিটিও ডাকিবে 
পাতায় পাতায় , সহ্যসম মধ্যেবেলার ডিঙি পারে ,তোমার সামনে।
হিজলি বনে  বর্ষার আঁধারে দেখিব আবার সেই বাংলার মুখ সেই উষ্ণতায় ,যেথায় 
পায় খুঁজে শুধু  তোমায় , প্রভু।


তোমার আসরে প্রভু 
স্মৃতির পরিনিতায় তুমিই ছিলে ছায়ার ইন্দু 
হারিয়ে যাওয়া দিনগুলি ফিরে পায় কি কভু 
সত্যের গাঁথা মালায়  ...মনে হয় ...ইশারায়  হরপাল সুরবিন্দু। ..... 
Image result for rain in dark pictures


No comments:

Post a Comment