Saturday 8 October 2016

মা

মাগো , মা 
প্রবাসে মোর আর মন রহে না 
তোমার সন্তান তোমারি কোলে 
কাজে পাই যে সে স্বাধীনতা 
আনান্দ  ঘন প্রতিটি দিন ,হতে মোর মন ভোলে  না 
মাগো , মা 
প্রবাসে মোর আর মন রহে না 

চলেছি তাই তোমারি পানে 
মাগো তোমার যে চরণ দেয় ইশারা আনমনে 
আমি সেই তৃপ্তি বুক ভরে নি আমি সেই দীপ্তি  বুক ভরে নি 
যেন স্থির হয় নিজো ধরণী 
Image result for maa durga


মাগো , মা 
প্রবাসে মোর আর মন রহে না 
তোমার সন্তান তোমারি কোলে 
কাজে পাই যে সে স্বাধীনতা 
আনান্দ  ঘন প্রতিটি দিন ,হতে মোর মন ভোলে  না 
মাগো , মা 
প্রবাসে মোর আর মন রহে না 

তন্ময় মন যখন তখন 
তবু সব পাওয়ার মাঝে সে বুঝি এক ঘোর সমন 
এই লৈiহে কপাটে ঢাকা আঁধার অন্দর 
যদি আলো আসে কভু ভোরের বাতাসে , আনমনে জানি সে 
তোর ডাকে 
মাগো , মা 
প্রবাসে মোর আর মন রহে না 
তোমার সন্তান তোমারি কোলে 
কাজে পাই যে সে স্বাধীনতা 
আনান্দ  ঘন প্রতিটি দিন ,হতে মোর মন ভোলে  না 
মাগো , মা 
প্রবাসে মোর আর মন রহে না 

No comments:

Post a Comment