Monday, 17 October 2016

তুমি থেকো এই রিদয়ে সানন্দে

তুমি রইবে না কি এই রিদয়ে 
মম সুরে মম তানে নির্ঝরে 
চাহি নাহি বলিতে একি শুধুই আতে' নিত্রান নাদে  ..

শুভ বিদায় জানানো বেলায় 
দাঁড়িয়ে চিলেকোঠায় অস্ফুট দূরে 
তোমার দুয়ারে তখন মেঘ জমেছিলো আসমানে 
ঘন আঁধারে বেষ্টিত মন ভেলায়। .

তুমি রইবে না কি এই রিদয়ে 
মম সুরে মম তানে নির্ঝরে 
যাবার বেলায় ফিরে  আসার  আঁনন্দে 
সম ভালোবাসায় নাকি জানিনে 
তুমি রইবে না কি এই রিদয়ে 
মম সুরে মম তানে নির্ঝরে ,শুধুই ফিরে আসা একবারে 
অবচেতন মনে চুপিচুপি বলেছিলো  নাকি তুমি থেকো এই রিদয়ে সানন্দে 
তুমি রইবে না কি এই রিদয়ে 
মম সুরে মম তানে নির্ঝরে 
চাহি নাহি বলিতে একি শুধুই আতে' নিত্রান নাদে  ..
Image result for dak gharNo comments:

Post a Comment