আবার সেই আগের মতো
শক্তির জোয়ারে ঘরে ফেরা মম
তৃষ্ণতৃপ্ত রূপেণ শরৎ বেলায় ; তোমারই সেই পট ভুমিষ্ট
কত না খেলা ভুবন হেলায়
ঝরে পড়ে শিশির বিন্দুঃ
তবু দুঃখ বহে অনন্ত পানে ; যুক্ত করো মম রিদয়
আঁনন্দে উদাসীন প্রভু মম হীহায়
তৃষ্ণতৃপ্ত রূপেণ শরৎ বেলায় ; তোমারই সেই পট ভুমিষ্ট
না দেখা পৃথক যেথায়
আবার সেই আগের মতো
শক্তির জোয়ারে ঘরে ফেরা মম
ভবানন্দ ডাকি তোমায় দিন মাঝে
সহসা অনুভবে , যদি পায় তৃষা অদূরে
জীবনে প্রসারে নিঃশ্বাসে প্রবাসে চিনতে নিজেরে
চিত্তে মম বোধহয় তাই তোমারই সন্ধানে গিরি সাঁজে
শুধু নিকটে চাহিয়া পেলাম যে সুখ সন্ধান
কবে হয়ে গেছে দূরীভূত সব অহংকার যত
আবার সেই আগের মতো
শক্তির জোয়ারে ঘরে ফেরা মম
ফিয়ার !!
শক্তির জোয়ারে ঘরে ফেরা মম
তৃষ্ণতৃপ্ত রূপেণ শরৎ বেলায় ; তোমারই সেই পট ভুমিষ্ট
কত না খেলা ভুবন হেলায়
ঝরে পড়ে শিশির বিন্দুঃ
তবু দুঃখ বহে অনন্ত পানে ; যুক্ত করো মম রিদয়
আঁনন্দে উদাসীন প্রভু মম হীহায়
তৃষ্ণতৃপ্ত রূপেণ শরৎ বেলায় ; তোমারই সেই পট ভুমিষ্ট
না দেখা পৃথক যেথায়
আবার সেই আগের মতো
শক্তির জোয়ারে ঘরে ফেরা মম
ভবানন্দ ডাকি তোমায় দিন মাঝে
সহসা অনুভবে , যদি পায় তৃষা অদূরে
জীবনে প্রসারে নিঃশ্বাসে প্রবাসে চিনতে নিজেরে
চিত্তে মম বোধহয় তাই তোমারই সন্ধানে গিরি সাঁজে
শুধু নিকটে চাহিয়া পেলাম যে সুখ সন্ধান
কবে হয়ে গেছে দূরীভূত সব অহংকার যত
আবার সেই আগের মতো
শক্তির জোয়ারে ঘরে ফেরা মম
ফিয়ার !!
No comments:
Post a Comment