তবু নতুন বশে তাই গেয়ে ওঠে মন পরান ভাই
ইচ্ছা মোর যায় হারিয়ে
ইচ্ছা মোর ভাসাভাসা হাওয়ায় হাওয়ায়
অতীন্দ্র মানব মাঝে ,কেমনে পুরাতন সাজে
চলিতে চলিতে অমর সৃস্টি তুমি
বাঁধন ছেড়া সেই গান শুনি
মনে হয় গেয়ে ছিলাম বহু আগে
যা ছিল ঘুমিয়ে গুরুর সুরে ডুবে
ডুমুরঃ ফুলের অমোঘ পরানে
যবে মনখানি যাবে ছুঁয়ে ছুঁয়ে শুধু শীতল অনুভবে হাই
ইচ্ছা মোর যায় হারিয়ে
ইচ্ছা মোর ভাসাভাসা হাওয়ায় হাওয়ায়
অতীন্দ্র মানব মাঝে ,কেমনে পুরাতন সাজে
চলিতে চলিতে অমর সৃস্টি তুমি
বাঁধন ছেড়া সেই গান শুনি
মনে হয় গেয়ে ছিলাম বহু আগে
যা ছিল ঘুমিয়ে গুরুর সুরে ডুবে
ডুমুরঃ ফুলের অমোঘ পরানে
যবে মনখানি যাবে ছুঁয়ে ছুঁয়ে শুধু শীতল অনুভবে হাই
No comments:
Post a Comment