মম উদ্ভব সুরে ,ভক্তিরমোহে
জাগিয়া উঠে যে প্রাণ -
হে মোর দেবতা ,হে মোর শ্রেষ্ট
প্রভু মোর সকল পথে সততা লয়ে
স্বকৃত পদর্শক ব্রজে দিয়েছো কুসুম সন্ধান
তুমি বীণে জানিনে আগে
কি আছে তাতে সকল প্রসূন মাঝে
নাহি অনড় নাহি নর নাহি মম গরিয়সী
তুমি লোহ জয়গান আমায় লহে যবে আমি তা রচি
যা ছিল তোমার স্বাধীন বাণী
জাগিয়া উঠে যে প্রাণ -
হে মোর দেবতা ,হে মোর শ্রেষ্ট
প্রভু মোর সকল পথে সততা লয়ে
স্বকৃত পদর্শক ব্রজে দিয়েছো কুসুম সন্ধান
তুমি বীণে জানিনে আগে
কি আছে তাতে সকল প্রসূন মাঝে
নাহি অনড় নাহি নর নাহি মম গরিয়সী
তুমি লোহ জয়গান আমায় লহে যবে আমি তা রচি
যা ছিল তোমার স্বাধীন বাণী
No comments:
Post a Comment