Wednesday, 31 August 2016

তোমার আসরে প্রভু

তোমার আসরে প্রভু 
স্মৃতির পরিনিতায় তুমিই ছিলে ছায়ার ইন্দু 
হারিয়ে যাওয়া দিনগুলি ফিরে পায় কি কভু 
সত্যের গাঁথা মালায়  ...মনে হয় ...ইশারায়  হরপাল সুরবিন্দু। .....


জানি জানি একদিন সব যাবে মিলে 
না বলা তোমায় , সেই দিন গুলি যবেই হারাবে 
নতুন জীবনের শাখায় শাখায় দোয়েল পাখিটিও ডাকিবে 
পাতায় পাতায় , সহ্যসম মধ্যেবেলার ডিঙি পারে ,তোমার সামনে।
হিজলি বনে  বর্ষার আঁধারে দেখিব আবার সেই বাংলার মুখ সেই উষ্ণতায় ,যেথায় 
পায় খুঁজে শুধু  তোমায় , প্রভু।


তোমার আসরে প্রভু 
স্মৃতির পরিনিতায় তুমিই ছিলে ছায়ার ইন্দু 
হারিয়ে যাওয়া দিনগুলি ফিরে পায় কি কভু 
সত্যের গাঁথা মালায়  ...মনে হয় ...ইশারায়  হরপাল সুরবিন্দু। ..... 
Image result for rain in dark pictures


Monday, 29 August 2016

humanism philosophy

The four dimensional world of minkowski is the bridge for einstein between the domain of geometric abstraction that of concrete actuality . ...Cassirer seems to
think this possible , and hence reichenbach has recently discussed the way in which it may done.  

concluding remarks the true character of the actual. the ideal of knowledge. it has to deal with what is essentially concrete and individual , and to as certain its variety in significance as it presents itself. Goethe on the other and more abstract procedure. The reality of the world in fulness . The fallacy of trying to brave up and get behind the basic fact that know. 

The ultimate criterion of truth in knowledge  philosophy as criticism of catagories ...  


Saturday, 27 August 2016

কেটেছে দিন রিম ঝিমঝিম

কেটেছে দিন রিম ঝিমঝিম 
মনে পড়েছে আলো রি দিমদিম 
অন্ধকার যত ভাবনা চায় নিতে এখন যাতনা 
যা কিছু পাবার ছিল সে তো নয় আপনার 
বহিছে বাতাস সিম সিমসিম 

বাতায়ন এলোমেলো ঝোড়ো ঝোড়ো লজ্জাহীন 
পাখিরা গাইছে  গান মাতাল রক্ষে তান , সুরোক্ষে নিশিদিন 
তোমায় ডেকে তাকে রেখে হতে চায় এক মন 
অঙ্কনে আজ স্বাধীন 


কেটেছে দিন রিম ঝিমঝিম 
মনে পড়েছে আলো রি দিমদিম 
অন্ধকার যত ভাবনা চায় নিতে এখন যাতনা 
যা কিছু পাবার ছিল সে তো নয় আপনার 
বহিছে বাতাস সিম সিমসিম 

সুযোগ আসে যদি ভালোবেসো চিরন্তন  খেলা খেলা শেষ নয় যেন 
অবহেলায় অনাদৃত বর্ষে না মিতে মম  বিশ্বাস আসে যদি ফিরে না যেন 
তার আবিষ্কারে ফুল রেখো মনে মনে 
সে ফুল শুকায় না ঝোড়ো ঝোড়ো ঝরে না 
বাজে নতুন বিনা ভুলোয় নতুন দিন 

কেটেছে দিন রিম ঝিমঝিম 
মনে পড়েছে আলো রি দিমদিম 
অন্ধকার যত ভাবনা চায় নিতে এখন যাতনা 
যা কিছু পাবার ছিল সে তো নয় আপনার 
বহিছে বাতাস সিম সিমসিম 
Image result for flower picture

Wednesday, 24 August 2016

ফুলবৃক্ষ

তোমায় দিয়েছিলাম ফুলবৃক্ষ  মাঝে মালা খানি 
সুগন্ধে পল্লবে তখনো তারা শাখা মেলেনি 
শুধুই সাজিয়ে রেখোছো তোমার ফুলের দানিতে 
ফুলে ফুলে ভোরে যেতে বপন করোনি 

আগাছায় ভরে যাওয়া উঠোনে 
ফুলের সুবাস বইতে দেওনি অযথা ভয়ে 
যদি আসে বিষধর সর্প সন্তর্পনে 
তাই শুধুই পোষ মেনেছে তোমার গর্ব আনমনে 

আলোকিত মনে আত্মসমর্পণ করো সেই পুরুষেরে 
বৃক্ষ হতে যে নয় অভিন্ন ছায়ায় পালিত লতায় সে মগনে 
ফুলে গুচ্ছে তোমায় উপহার দিতে 
ফুলের অন্তরে যিনি সুগন্ধজামী 

তোমায় দিয়েছিলাম ফুলবৃক্ষ  মাঝে মালা খানি 
সুগন্ধে পল্লবে তখনো শাখা মেলেনি 
শুধুই সাজিয়ে রেখোছো তোমার ফুলের দানিতে 
ফুলে ফুলে ভোরে যেতে বপন করোনি 
Image result for flower branch


Monday, 22 August 2016

প্রকৃতি চেতনাময় হে

প্রকৃতি চেতনাময় হে     মমম  প্রকৃতি 
বয়স নেই তোমার  শুধুই আনন্দ বহে যায় 
মম জীবনাবসানে কভু কভু মনে পড়ে  তোমায়।

ঘুনে ধরা সময়ে যদি কভু কভু ধরা দেয় সে 
প্রকৃতি চেতনাময় হে  
চলতে চলতে বস্তুর বস্তির বাতিকে 
যেখানে মনে হয় সত্য শুধু তারা যা যা বলতে চায় তোমায় আমায় 
ছবির ন্যায় ঘনে তমসা অকপটে তিন নয়নে 



 প্রকৃতি চেতনাময় হে     মমম  প্রকৃতি 
বয়স নেই তোমার  শুধুই আনন্দ বহে যায় 
মম জীবনাবসানে কভু কভু মনে পড়ে  তোমায়।

সহসা মনে না পড়ে এমন ঘন অন্ধকারে ডাকে ঝি ঝি চেতনার আড়ালে 
অথবা কোনো এক বিকেলে দাঁড়িয়ে আছো তুমি আর তোমার মুখোমুখি সময়ে 

জানি নতুন আঁখিতে প্রকৃতির রহস্যে সবই দেখিবে পরে 
যা যা বুনেছ তুমি পেতে সেই চেতনার তরে 

শুধুই একটিই পথ্য প্রকৃতির পাথেয়  - ঘুণ ও  নহে খুন ও নহে 
চলে যেও তুমি ও সেই সময়ে।  









Saturday, 20 August 2016

JESUS

  1. /*
  2.  * C program to read N names, store them in the form of an array
  3.  * and sort them in alphabetical order. Output the given names and
  4.  * the sorted names in two columns side by side.
  5.  */
  6. #include <stdio.h>
  7. #include <string.h>
  8.  
  9. void main()
  10. {
  11.     char name[10][8], tname[10][8], temp[8];
  12.     int i, j, n;
  13.  
  14.     printf("Enter the value of n \n");
  15.     scanf("%d", &n);
  16.     printf("Enter %d names n", \n);
  17.     for (i = 0; i < n; i++)
  18.     {
  19.         scanf("%s", name[i]);
  20.         strcpy(tname[i], name[i]);
  21.     }
  22.     for (i = 0; i < n - 1 ; i++)
  23.     {
  24.         for (j = i + 1; j < n; j++)
  25.         {
  26.             if (strcmp(name[i], name[j]) > 0)
  27.             {
  28.                 strcpy(temp, name[i]);
  29.                 strcpy(name[i], name[j]);
  30.                 strcpy(name[j], temp);
  31.             }
  32.         }
  33.     }
  34.     printf("\n----------------------------------------\n");
  35.     printf("Input NamestSorted names\n");
  36.     printf("------------------------------------------\n");
  37.     for (i = 0; i < n; i++)
  38.     {
  39.         printf("%s\t\t%s\n", tname[i], name[i]);
  40.     }
  41.     printf("------------------------------------------\n");
  42. }
চাঁদের আলো পড়েছে মোর গায়ে
তোমার স্থান প্রভু শীতল সত্য কভু
বাঁধা আছে তীক্ষন তরঙ্গের তারে সাত তারের সমাহারে
বাজে না সে সুর একসাথে তবু সে অজানা রচে সুরজের আলাপনে
পুরোনো প্রেমে ত্বরণ তান যদি পেতে চায় নতুনের গান
দিন গুনতে হবে তোমায় বিরহে। .....

Wednesday, 17 August 2016

পারো তো বদলে যেও বর্ণে বর্ণে


আশা. ........জন্মে, মরে 
কোথাও নেই, একটুকুও  অভাব 
চলে সে আশা নক্ষত্র মেনে 
আশা. ........জন্মে, মরে 

যদি জানতে প্রভু কভু ত্যাগ জন্মে কোন ক্ষনে 
দোহাই তুমি বোলো না মিথ্যা কোনো নক্ষত্রের নামে 

যে তিথীতে দুই চলে  তোমার অনুকূলে প্রতিকূলে 
ভারী রং বর্ণে বর্ণে  হালকা হাওয়ায় 
পেতে সুখ ত্যাগ স্বীয় ধজ্জা চিরদিনই তোমায় 

পারো তো বদলে যেও বর্ণে বর্ণে 


আশা. ........জন্মে, মরে 
কোথাও নেই, একটুকুও  অভাব 
চলে সে আশা নক্ষত্র মেনে 
আশা. ........জন্মে, মরে 

যদি সব পেতে চাও যদি সব দিতে চাও 
বর্ণে বর্ণে বন্ধে মা তারাম 
দিকে দিকে অন্ধে ত্যাগ দর্শায় 

পারো তো বদলে যেও বর্ণে বর্ণে 

আশা. ........জন্মে, মরে 
কোথাও নেই, একটুকুও  অভাব 
চলে সে আশা নক্ষত্র মেনে 
আশা. ........জন্মে, মরে 







Saturday, 13 August 2016

মনের মতো

তোর চোখে দেখেছি আমি সেই মন 
মনের মতো মন মন রে মনের মতো মন 
না বলেও সরল মনে কত না ছবি না আঁকে 
আমার অন্তর্যামী মন , মন রে মনের মতো মন। 
অন্তর্যামী সে ধন মন রে মন রে মনের মতো মন। 

তোর চোখে দেখেছি আমি সেই মন 
মনের মতো মন মন রে মনের মতো মন 

দেবতা আলয়ে নীল প্রতিমা 
দেখেছি তোর চোখ ভরা  সেই নীলিমা 
তোর চোখে  দেখেছি আমি সেই আরতি 
না বলা কত না রং কত না রঙ্গিনবাতি 
চঞ্চলা ডানা  মেলে তাই আজ অন্য গানে 
সেসব বেলার আমাতে  তোর মাঝে 

তোর চোখে দেখেছি আমি সেই মন 
মনের মতো মন মন রে মনের মতো মন 

उज्जैन। आज (13 जुलाई, रविवार) से श्रावण मास का प्रारंभ हो रहा है। रिमझिम फुहारों के महीने सावन को हिंदू पंचांग में श्रावण मास कहा जाता है। सावन नाम भी इसी श्रावण शब्द से ही बना है, लेकिन इस महीने का नाम श्रावण क्यों रखा गया, यह कम लोग ही जानते हैं। दरअसल यह पूरी तरह ज्योतिषीय गणना का मामला है। कालगणना के अनुसार ही अधिकतर महीनों और सप्ताह के सातों दिनों के नाम तय किए गए हैं।

हिंदू पंचांग का आरंभ चैत्र मास से होता है। चैत्र मास से पाँचवा माह श्रावण मास होता है। ज्योतिष विज्ञान के अनुसार इस मास की पूर्णिमा के दिन आकाश में श्रवण नक्षत्र का योग बनता है। इसलिए श्रवण नक्षत्र के नाम से इस माह का नाम श्रावण हुआ। इस माह से चातुर्मास की शुरुआत होती है। यह माह चातुर्मास के चार महीनों में बहुत शुभ माह माना जाता है।

चातुर्मास धार्मिक दृष्टि से बहुत महत्व रखता है। चातुर्मास के चार माह में श्रावण, भाद्रपद, अश्विन और कार्तिक में संत-महात्मा से लेकर आम जन तक धर्म और अध्यात्म के रंग में रंग जाते हैं। इस दौरान हिन्दू धर्म के अनेक उत्सव, पर्व और त्यौहार मनाए जाते हैं। इनकी शुरुआत श्रावण मास से होती है।

অশ্বিন ও কার্তিক চার মাসের, ধর্ম এবং আধ্যাত্মিকতা মধ্যে রঙ্গিন হয়. হিন্দুধর্ম, ভোজ ও উৎসব অনেক উৎসব. তারা শ্রাবন শুরু হয়.



BREASTFEEDING

কোনো এক রাজার রাজা প্রাসাদ গড়েছিল 
শেষ দানে মায়ের শবযাত্রা শোধ না হইলো 
মায়ের এক ধার দুধের ঋণ 
শোধ হবে না কোনো দিন 
গর্ব টরে উষ্ঠেপিষ্ঠে কারাগারে নিক্ষেপিল 
মায়ের এক ধার দুধের ঋণ 
শোধ হবে না কোনো দিন 
প্রাসাদ গেলো ঝড়ের বানে 
যখন  সে মুখ ফিরায় লো 
পুত্র স্তনে ক্ষত জন্মেল 

মায়ের এক ধার দুধের ঋণ 
শোধ হবে না কোনো দিন 
দুঃখিনী মায়ের দোয়াও না মিলিল 
আবার সে মুখ ফিরায় লো 
মায়ের এক ধার দুধের ঋণ 
শোধ হবে না কোনো দিন 
যখন তার সুধী নিরপেক্ষ আনন্দ জন্মেল 
নিরাপত্তার সমান ভালোবাসা তারে  ভালো বাসিল 
মায়ের এক ধার দুধের ঋণ 
শোধ হবে না কোনো দিন 

আবার সে মুখ ফিরায় লো
সব প্রাসাদ জাগিয়া  উঠিল 
সব ক্ষত সারিয়া উঠিলো। 
BREASTFEEDING
It may not be a breeze, but you can cut down on problems with these tips






Friday, 12 August 2016

আত্মার সাথে ঘর বেঁধেছি

আত্মার সাথে ঘর বেঁধেছি 
সময়ের কাটা হয়ে শুধুই রয়েছি 
তবু পারিনি সময় দিতে , তোমায় বন্ধুর সনে 

মনে মনে আমি তোমায় ভেবেছি 
আর আলোর আশায় দিন গুনেছি 
ভালোবাসায় এতো জ্বালা গো ....বন্ধু 
উজান পানে তোমার ঠেলা 

কভু পিছে কভু আগে 
মিলেছি সবার তোরে 
লোকের ইচ্ছায় ভবের ইচ্ছা গো 

আত্মার সাথে ঘর বেঁধেছি 
সময়ের কাটা হয়ে শুধুই রয়েছি 
তবু পারিনি সময় দিতে , তোমায় বন্ধুর সনে 




একটু তুমি বসিও বন্ধু

একটু ভালবাসীও বন্ধু একটু ভালবাসীও 
কাজের ফাঁকে নিরিবিলি কোনো এক সন্ধ্যায় 
একটু তুমি বসিও বন্ধু একটু না ভেবে শুধুই বই যেও 
যদি কভু বোধ হয় সে অভাব সেও 
তা ভালোবাসারই জয় 

ভালোবেসে কেহ ,চাই দিতে তোমায়, ভুলে যেও 
সেও নয় প্রতিদানে , শুধু মনে রেখো তুমি সকল বিপদ ভঞ্জনে 
কুসুম যেমন গোধূলি বেলায় রাখে না মনে ,  খরা  চিহ্ন মৃদু ব্রজে 
তোমার দুয়ার খানি আবৃত অথিতি ছায়ায় , যদি পারো তুমি 
এখানেএ ফিরে এসো এখানেএ একটু তুমি বসিও বন্ধু একটু না ভেবে শুধুই বই যেও 
যদি কভু বোধ হয় সে অভাব সেও 
তা ভালোবাসারই জয় 




Wednesday, 10 August 2016

ছুঁয়ে যাওয়া পরশ ........

সবুজ সতেজ প্রাণে 
কত না প্রশ্রয় কতনা ধৃতি 
ঊর্ধত  মম বৃত্তির উধর্তে 
জমে মেঘ কোন এক মনের কোনে 
জুড়ে যাওয়া কোনো এক হারানোর গানে 

রিমঝিম বৃষ্টি পড়ে কতনা রজনী হারিয়েছে এখন 
পিয়াস নয়নে তাবু ফোটেনি ফুল আঁনন্দে কেঁদেছে এ বন 
হারানোর পালায় সেই সাধনা 
পেয়েছে বুঝি সারাক্ষন এই সুর ঝর্ণা 

ছুঁয়ে যাওয়া পরশ ........

Tuesday, 9 August 2016

ছুঁয়ে যাওয়া পরশ

ছুঁয়ে যাওয়া পরশ 
কতনা গগন পানে , নিভে না মরমে  
কতনা লক্ষ কণ্ঠে , মিলিত মোহ মম না সরমে 
হিমেল আভাস , এক সন্ধ্যার এ নিত্য অভ্যাস 

মাহি ছুঁয়ে যাওয়া পরশ 
বন্ধু তোমার নির্মল বাঁশির সুরে 
যেন গভীর বাণী নিঃসৃত রিদয়ে , বার বার যায় হারিয়ে।
Again continue to search clear heart hence it tends to substances ...





The Quit India Movement (Hindiभारत छोड़ो आन्दोलन Bhārat Chhodho Āndolan), or the India August Movement (August Kranti), was a civil disobedience movement launched at the Bombay session of the All-India Congress Committee or more simply by Mohandas Karamchand Gandhi (Mahatma Gandhi) on 8 August 1942, during World War II, demanding an end to British Rule of India.[1] The Cripps Mission had failed, and on 8 August 1942, Gandhi made a call to Do or Die in his Quit India speech delivered in Mumbai at the Gowalia Tank Maidan. The All-India Congress Committee launched a mass protest demanding what Gandhi called "An Orderly British Withdrawal" from India. Even though it was wartime, the British were prepared to act. Almost the entire leadership of the INC was imprisoned without trial within hours of Gandhi's speech. Most spent the rest of the war in prison and out of contact with the masses. The British had the support of the Viceroy's Council (which had a majority of Indians), of the All India Muslim League, the princely states, the Indian Imperial Police, the British Indian Army and the Indian Civil Service. Many Indian businessmen profiting from heavy wartime spending did not support Quit India. Many students paid more attention to Subhas Chandra Bose, who was in exile and supporting the Axis Powers. The only outside support came from the Americans, as President Franklin D. Roosevelt pressured Prime Minister Winston Churchill to give in to some of the Indian demands. The Quit India campaign was effectively crushed.[2] The British refused to grant immediate independence, saying it could happen only after the war against the Axis powers had ended.
Sporadic small-scale violence took place around the country and the British arrested tens of thousands of leaders, keeping them imprisoned until 1945. In terms of immediate objectives Quit India failed because of heavy-handed suppression, weak co-ordination and the lack of a clear-cut programme of action. However, the British government realised that India was ungovernable in the long run due to the cost of World War II, and the question for postwar became how to exit gracefully and peacefully.
For several weeks there was widespread rioting and the British lost control in some parts of the country.[citation needed] Only the strongest measures, including the use of machine guns and aerial bombing, restored their rule - at the cost of thousands of Indian lives.[citation needed]

Monday, 8 August 2016

নিরেট মন্ত্র তন্ত্রে

নিরেট মন্ত্র তন্ত্রে অন্তরে   স্বত্ব  অন্ত্রে 
প্রভু নিরেট মন্ত্র তন্ত্রে অন্তরে স্বত্ব  অন্ত্রে 
 মম কল্পে প্রকল্পে শুধু তোমার সংকলন 
কভু বঞ্চিত করো না অঞ্জলি মম যাহা পেতে বিপদ নিত্রান 

কি যে তোমার শক্তি সত্য হতে জানি 
সংকল্প এ যে  সকলে সফল তোমারে আনি  
যেন শুধু ভোলায় না এ মন প্রভু 
 যদি আসে সেদিন  কভু হোক সত্যের জন্য  আমার সবকিছু তোমায় প্রণামী 

মম ইরা পিঙ্গল বর্ণে সূর্যের সহিত বিন্নস্ত 
ধন্যতরী তোমার স্নেহ মম বক্ষে  নিশিত 

তুমি মিশে আছো মম চিত্তে মম যত তোমার পবিত্র ঐশর্যে 
পরাজয়ের মালা যদি কভু গলে ;সেই হবে জয়ী  জীবনের সৌন্দর্যে 


নিরেট মন্ত্র তন্ত্রে অন্তরে   স্বত্ব  অন্ত্রে 
প্রভু নিরেট মন্ত্র তন্ত্রে অন্তরে স্বত্ব  অন্ত্রে 
 মম কল্পে প্রকল্পে শুধু তোমার সংকলন 
কভু বঞ্চিত করো না অঞ্জলি মম যাহা পেতে বিপদ নিত্রান




Saturday, 6 August 2016

जारी।।।।।।

हम जो करीब आये , ओ नीन्द उरगाय , ओ घरी बाज गाये रे
नारे न नारे न दिल मेरा थम गाये रे
किया होगा हम जो बदल गाये , ओ चाहत गुम हो गाये
नारे न नारे न हम तेरी दीवाना होगये

तुम छाये तो हम आगये इस मेरी खाता किया
पयार माँगा तो पयार हुआ इस मैं जोलने बात किआ। ....


जारी।।।।।।


coy.

shameless me coy 
in fight the total insight 
you can't blank me joy
shameless me coy 

i wanna want you love forever 
through tolerate in all  wagging  
as you can,t me missing 
i wanna want you love forever

love peace comes to you 
near by my eye's space 
while alive you in reliable but too no reachable 
forever you in my eyes 
as once see you 

you and me 
all open all gallery all wideness
anyone apparently just see 
likes that coy's leafs of trees  
while all the close to thus all get coy...

shameless me coy 
in fight the total insight 
you can't blank me joy
shameless me coy 
Image result for coy pictures

ঝড়

ঝড় এসেছে তোমার প্রাসাদ হতে 
আলোড়ন করে চলেছে , সাধারণ সব কিছুতে 
তুমি বড়ই শান্ত , তাই আকাশ আজ ভারী ক্লান্ত 
গাহিছে তারা আজি তোমারি স্মৃতিতে। ....


দমকা হাওয়ায় সবাই আজ স্বাধীন 
জোগাতে তোমায় শান্তির প্রয়াসে 
সবাই নয় কিছুতেই আজ আর অধীন 
ঝড় এসেছে তোমার প্রাসাদ হতে 
আলোড়ন করে চলেছে , সাধারণ সব কিছুতে 

পথে পথে ধুলায় ধুলায় বালক যাত্রীর ভিড় 
কাঠ পাথর সবই এখন তোমার পথের পথিক 
পথে পথে ধুলায় ধুলায় বালক যাত্রীর ভিড় 
কাঠ পাথর সবই এখন তোমার পথের পথিক 

পাখিরাও দলে দোলে বাইছে আকাশ 
কি স্নেহ তাদের বুকে অনুসরণ করছে বাতাস 

আমি সুর দিয়েছি এ গানের  নিজের খুব ভালো মনে হয়েছে। 

music That Binds The Soul: A Tribute To Rabindranath Tagore

Image result for rabindranath tagore

তুমি আসবে বলে

আধি মোর দোলে আজ বেসুরে 
তুমি আসবে বলে ' তুমি আসবে বলে যা কিছু সম্মোহনে 
তোমারই আঁখিতে চাই ডুবিতে তুমি আসবে বলে 


তুমি আসবে বলে ভোর দুপুরে তারারাও মিট মিট করে 
তুমি আসবে বলে চাঁদ ওঠেনি আকাশে 
তুমি আসবে বলে চম্পা চামেলী আজ ফোটেনি 
তুমি আসবে বলে আমার চিন্ময় মনোরথ আজও ছাড়েনি 
তুমি আসবে বলে পার হয়ে যায় চম্পা নদী উদাস সুরে  

আধি মোর দোলে আজ বেসুরে 
তুমি আসবে বলে ' তুমি আসবে বলে যা কিছু সম্মোহনে 
তোমারই আঁখিতে চাই ডুবিতে তুমি আসবে বলে 


তুমি আসবে বলে আমার পৃথিবীর রং টি আজ মিলছে  ফিকে 
তুমি আসবে বলে আমার চিত্রশালায় লাল রঙের টিঁকে 




Thursday, 4 August 2016

In eternal heart

In eternal heart how thing every day falls and up
Still, he did not want to return
He lives happily ever wrapped up ; how joy chant 
What did he get joy Poison or nectar, and if they live green, save the lives of coy 
Illuminate your home, your family and all of his talks to you 
To the darkness of the soul of the charioteer Who will not return 
In eternal heart how thing every day falls and up
Still, he did not want to return
Father, mother, brother, sister, wife to one of the 
In eternal heart how thing every day falls and up
Do not enter the minds behind you negotiate at any time
They are people with whom you seated in immortally 
In eternal heart .......




IN-ARTIFICIAL STREET

 IN-ARTIFICIAL STREET FULL OF SHOT SAFE AND SAVED !
JUST UNDERSTAND THE ALL AND FORBIDDEN LIFE THEIR FAIR
ALL OF RIGHT PLACEMENT IN WORLD GROUND!



                 

झूठा चाँदनिया

ओ वि दोस्त था मेरा जित के उसें पैचाना 
जिस पर हम मरतिथि हर एक बात मई ओ था झूठा चाँदनिया 
झूठा चाँदनिया झूठा चाँदनिया झूठा चाँदनिया ओ था झूठा चाँदनिया 


Wednesday, 3 August 2016

jhOOtHa chaandaniya MY next movie

का है इ फसाना 
का है इ सुहाना 
का थी इ तमन्ना 
का थी इ पियाश 
जारा हटके जारा झुमके 
जारा बुजके जारा मिलके 
जिद मेरी आब खुद को मिटना 
पयार भी था हमारा सच्या दिल  भी था हमारा सच्या
तो फिर किउ इ बहाना फिर किउ इ ज़माना 

आग जैसी चाहत मेरा डोर लागे किउ छुपाना 
पयार की हर नाम पार...मैं हूँ ईयर की दीवाना 
हा पयार भी था हमारा सच्या दिल  भी था हमारा सच्या
तो फिर किउ इ बहाना फिर किउ इ ज़माना ..... 





to be continued ....