একটু ভালবাসীও বন্ধু একটু ভালবাসীও
কাজের ফাঁকে নিরিবিলি কোনো এক সন্ধ্যায়
একটু তুমি বসিও বন্ধু একটু না ভেবে শুধুই বই যেও
যদি কভু বোধ হয় সে অভাব সেও
তা ভালোবাসারই জয়
ভালোবেসে কেহ ,চাই দিতে তোমায়, ভুলে যেও
সেও নয় প্রতিদানে , শুধু মনে রেখো তুমি সকল বিপদ ভঞ্জনে
কুসুম যেমন গোধূলি বেলায় রাখে না মনে , খরা চিহ্ন মৃদু ব্রজে
তোমার দুয়ার খানি আবৃত অথিতি ছায়ায় , যদি পারো তুমি
এখানেএ ফিরে এসো এখানেএ একটু তুমি বসিও বন্ধু একটু না ভেবে শুধুই বই যেও
যদি কভু বোধ হয় সে অভাব সেও
তা ভালোবাসারই জয়
কাজের ফাঁকে নিরিবিলি কোনো এক সন্ধ্যায়
একটু তুমি বসিও বন্ধু একটু না ভেবে শুধুই বই যেও
যদি কভু বোধ হয় সে অভাব সেও
তা ভালোবাসারই জয়
ভালোবেসে কেহ ,চাই দিতে তোমায়, ভুলে যেও
সেও নয় প্রতিদানে , শুধু মনে রেখো তুমি সকল বিপদ ভঞ্জনে
কুসুম যেমন গোধূলি বেলায় রাখে না মনে , খরা চিহ্ন মৃদু ব্রজে
তোমার দুয়ার খানি আবৃত অথিতি ছায়ায় , যদি পারো তুমি
এখানেএ ফিরে এসো এখানেএ একটু তুমি বসিও বন্ধু একটু না ভেবে শুধুই বই যেও
যদি কভু বোধ হয় সে অভাব সেও
তা ভালোবাসারই জয়
No comments:
Post a Comment