তোমায় দিয়েছিলাম ফুলবৃক্ষ মাঝে মালা খানি
সুগন্ধে পল্লবে তখনো তারা শাখা মেলেনি
শুধুই সাজিয়ে রেখোছো তোমার ফুলের দানিতে
ফুলে ফুলে ভোরে যেতে বপন করোনি
আগাছায় ভরে যাওয়া উঠোনে
ফুলের সুবাস বইতে দেওনি অযথা ভয়ে
যদি আসে বিষধর সর্প সন্তর্পনে
তাই শুধুই পোষ মেনেছে তোমার গর্ব আনমনে
আলোকিত মনে আত্মসমর্পণ করো সেই পুরুষেরে
বৃক্ষ হতে যে নয় অভিন্ন ছায়ায় পালিত লতায় সে মগনে
ফুলে গুচ্ছে তোমায় উপহার দিতে
ফুলের অন্তরে যিনি সুগন্ধজামী
তোমায় দিয়েছিলাম ফুলবৃক্ষ মাঝে মালা খানি
সুগন্ধে পল্লবে তখনো শাখা মেলেনি
শুধুই সাজিয়ে রেখোছো তোমার ফুলের দানিতে
ফুলে ফুলে ভোরে যেতে বপন করোনি
সুগন্ধে পল্লবে তখনো তারা শাখা মেলেনি
শুধুই সাজিয়ে রেখোছো তোমার ফুলের দানিতে
ফুলে ফুলে ভোরে যেতে বপন করোনি
আগাছায় ভরে যাওয়া উঠোনে
ফুলের সুবাস বইতে দেওনি অযথা ভয়ে
যদি আসে বিষধর সর্প সন্তর্পনে
তাই শুধুই পোষ মেনেছে তোমার গর্ব আনমনে
আলোকিত মনে আত্মসমর্পণ করো সেই পুরুষেরে
বৃক্ষ হতে যে নয় অভিন্ন ছায়ায় পালিত লতায় সে মগনে
ফুলে গুচ্ছে তোমায় উপহার দিতে
ফুলের অন্তরে যিনি সুগন্ধজামী
তোমায় দিয়েছিলাম ফুলবৃক্ষ মাঝে মালা খানি
সুগন্ধে পল্লবে তখনো শাখা মেলেনি
শুধুই সাজিয়ে রেখোছো তোমার ফুলের দানিতে
ফুলে ফুলে ভোরে যেতে বপন করোনি
No comments:
Post a Comment