Wednesday, 24 August 2016

ফুলবৃক্ষ

তোমায় দিয়েছিলাম ফুলবৃক্ষ  মাঝে মালা খানি 
সুগন্ধে পল্লবে তখনো তারা শাখা মেলেনি 
শুধুই সাজিয়ে রেখোছো তোমার ফুলের দানিতে 
ফুলে ফুলে ভোরে যেতে বপন করোনি 

আগাছায় ভরে যাওয়া উঠোনে 
ফুলের সুবাস বইতে দেওনি অযথা ভয়ে 
যদি আসে বিষধর সর্প সন্তর্পনে 
তাই শুধুই পোষ মেনেছে তোমার গর্ব আনমনে 

আলোকিত মনে আত্মসমর্পণ করো সেই পুরুষেরে 
বৃক্ষ হতে যে নয় অভিন্ন ছায়ায় পালিত লতায় সে মগনে 
ফুলে গুচ্ছে তোমায় উপহার দিতে 
ফুলের অন্তরে যিনি সুগন্ধজামী 

তোমায় দিয়েছিলাম ফুলবৃক্ষ  মাঝে মালা খানি 
সুগন্ধে পল্লবে তখনো শাখা মেলেনি 
শুধুই সাজিয়ে রেখোছো তোমার ফুলের দানিতে 
ফুলে ফুলে ভোরে যেতে বপন করোনি 
Image result for flower branch


No comments:

Post a Comment