Monday, 8 August 2016

নিরেট মন্ত্র তন্ত্রে

নিরেট মন্ত্র তন্ত্রে অন্তরে   স্বত্ব  অন্ত্রে 
প্রভু নিরেট মন্ত্র তন্ত্রে অন্তরে স্বত্ব  অন্ত্রে 
 মম কল্পে প্রকল্পে শুধু তোমার সংকলন 
কভু বঞ্চিত করো না অঞ্জলি মম যাহা পেতে বিপদ নিত্রান 

কি যে তোমার শক্তি সত্য হতে জানি 
সংকল্প এ যে  সকলে সফল তোমারে আনি  
যেন শুধু ভোলায় না এ মন প্রভু 
 যদি আসে সেদিন  কভু হোক সত্যের জন্য  আমার সবকিছু তোমায় প্রণামী 

মম ইরা পিঙ্গল বর্ণে সূর্যের সহিত বিন্নস্ত 
ধন্যতরী তোমার স্নেহ মম বক্ষে  নিশিত 

তুমি মিশে আছো মম চিত্তে মম যত তোমার পবিত্র ঐশর্যে 
পরাজয়ের মালা যদি কভু গলে ;সেই হবে জয়ী  জীবনের সৌন্দর্যে 


নিরেট মন্ত্র তন্ত্রে অন্তরে   স্বত্ব  অন্ত্রে 
প্রভু নিরেট মন্ত্র তন্ত্রে অন্তরে স্বত্ব  অন্ত্রে 
 মম কল্পে প্রকল্পে শুধু তোমার সংকলন 
কভু বঞ্চিত করো না অঞ্জলি মম যাহা পেতে বিপদ নিত্রান




No comments:

Post a Comment