ঝড় এসেছে তোমার প্রাসাদ হতে
আলোড়ন করে চলেছে , সাধারণ সব কিছুতে
তুমি বড়ই শান্ত , তাই আকাশ আজ ভারী ক্লান্ত
গাহিছে তারা আজি তোমারি স্মৃতিতে। ....
দমকা হাওয়ায় সবাই আজ স্বাধীন
জোগাতে তোমায় শান্তির প্রয়াসে
সবাই নয় কিছুতেই আজ আর অধীন
ঝড় এসেছে তোমার প্রাসাদ হতে
আলোড়ন করে চলেছে , সাধারণ সব কিছুতে
পথে পথে ধুলায় ধুলায় বালক যাত্রীর ভিড়
কাঠ পাথর সবই এখন তোমার পথের পথিক
পথে পথে ধুলায় ধুলায় বালক যাত্রীর ভিড়
কাঠ পাথর সবই এখন তোমার পথের পথিক
পাখিরাও দলে দোলে বাইছে আকাশ
কি স্নেহ তাদের বুকে অনুসরণ করছে বাতাস
আমি সুর দিয়েছি এ গানের নিজের খুব ভালো মনে হয়েছে।
music That Binds The Soul: A Tribute To Rabindranath Tagore
আলোড়ন করে চলেছে , সাধারণ সব কিছুতে
তুমি বড়ই শান্ত , তাই আকাশ আজ ভারী ক্লান্ত
গাহিছে তারা আজি তোমারি স্মৃতিতে। ....
দমকা হাওয়ায় সবাই আজ স্বাধীন
জোগাতে তোমায় শান্তির প্রয়াসে
সবাই নয় কিছুতেই আজ আর অধীন
ঝড় এসেছে তোমার প্রাসাদ হতে
আলোড়ন করে চলেছে , সাধারণ সব কিছুতে
পথে পথে ধুলায় ধুলায় বালক যাত্রীর ভিড়
কাঠ পাথর সবই এখন তোমার পথের পথিক
পথে পথে ধুলায় ধুলায় বালক যাত্রীর ভিড়
কাঠ পাথর সবই এখন তোমার পথের পথিক
পাখিরাও দলে দোলে বাইছে আকাশ
কি স্নেহ তাদের বুকে অনুসরণ করছে বাতাস
আমি সুর দিয়েছি এ গানের নিজের খুব ভালো মনে হয়েছে।
music That Binds The Soul: A Tribute To Rabindranath Tagore
No comments:
Post a Comment