Wednesday 17 August 2016

পারো তো বদলে যেও বর্ণে বর্ণে


আশা. ........জন্মে, মরে 
কোথাও নেই, একটুকুও  অভাব 
চলে সে আশা নক্ষত্র মেনে 
আশা. ........জন্মে, মরে 

যদি জানতে প্রভু কভু ত্যাগ জন্মে কোন ক্ষনে 
দোহাই তুমি বোলো না মিথ্যা কোনো নক্ষত্রের নামে 

যে তিথীতে দুই চলে  তোমার অনুকূলে প্রতিকূলে 
ভারী রং বর্ণে বর্ণে  হালকা হাওয়ায় 
পেতে সুখ ত্যাগ স্বীয় ধজ্জা চিরদিনই তোমায় 

পারো তো বদলে যেও বর্ণে বর্ণে 


আশা. ........জন্মে, মরে 
কোথাও নেই, একটুকুও  অভাব 
চলে সে আশা নক্ষত্র মেনে 
আশা. ........জন্মে, মরে 

যদি সব পেতে চাও যদি সব দিতে চাও 
বর্ণে বর্ণে বন্ধে মা তারাম 
দিকে দিকে অন্ধে ত্যাগ দর্শায় 

পারো তো বদলে যেও বর্ণে বর্ণে 

আশা. ........জন্মে, মরে 
কোথাও নেই, একটুকুও  অভাব 
চলে সে আশা নক্ষত্র মেনে 
আশা. ........জন্মে, মরে 







No comments:

Post a Comment