Wednesday, 3 August 2016

হে বন্ধু হে ধরণী ....

হে বন্ধু হে ধরণী   ....পাহারায় নীরব শতদল রাখো 
যেন জেগে রয় শুধু শতশত প্রশ্ন 
উত্তরের দ্বায় আছে কে বা কার তবু তারা হতে চাই স্বয়ং স্বিত 
অন্ধকার ঘন সে সুর বাজে যেন সদা , শুনিয়া আছো কি এর আগে স্বত।..

সে দুয়ার প্রান্তে মঙ্গল আওয়াজ ধুয়ে দেয় শতশত পাপ 
আমি তুমি কে বা কার ; ছাড়িয়ে যেও ভুলে যেও অনন্তে 
তোমার মঙ্গল হোকে হে ধরণী তোমার প্রাণ বায়ু শান্তি পাক 


পাহারায় নীরব শতদল রাখো 
যেন জেগে রয় শুধু শতশত প্রশ্ন 
উত্তরের দ্বায় আছে কে বা কার তবু তারা হতে চাই স্বয়ং স্বিত 
অন্ধকার ঘন সে সুর বাজে যেন সদা , শুনিয়া আছো কি এর আগে স্বত।..

এই ধরণীতে এমন কেহ  কি বা আছে ' হে রাত্রি হে অন্ধকার 
যে শুধুই ভেসেছে মুক্ত আলোয় বার বার 

সারা শান্তি  বর্ষিত তোমার সে অক্ষে যেন ফিরে ফিরে চায় তোমার কৃষ্ণপক্ষে 
হে বন্ধু হে ধরণী   ....




No comments:

Post a Comment