Saturday 6 August 2016

তুমি আসবে বলে

আধি মোর দোলে আজ বেসুরে 
তুমি আসবে বলে ' তুমি আসবে বলে যা কিছু সম্মোহনে 
তোমারই আঁখিতে চাই ডুবিতে তুমি আসবে বলে 


তুমি আসবে বলে ভোর দুপুরে তারারাও মিট মিট করে 
তুমি আসবে বলে চাঁদ ওঠেনি আকাশে 
তুমি আসবে বলে চম্পা চামেলী আজ ফোটেনি 
তুমি আসবে বলে আমার চিন্ময় মনোরথ আজও ছাড়েনি 
তুমি আসবে বলে পার হয়ে যায় চম্পা নদী উদাস সুরে  

আধি মোর দোলে আজ বেসুরে 
তুমি আসবে বলে ' তুমি আসবে বলে যা কিছু সম্মোহনে 
তোমারই আঁখিতে চাই ডুবিতে তুমি আসবে বলে 


তুমি আসবে বলে আমার পৃথিবীর রং টি আজ মিলছে  ফিকে 
তুমি আসবে বলে আমার চিত্রশালায় লাল রঙের টিঁকে 




No comments:

Post a Comment