Sunday, 31 July 2016

LOVE FOND

LOVE FOND BEYOND
NO EXTRA WORTH CHANT 
MY MIND BLOWING THROUGH ALL OF LAYERS CERY
MY HEART BITING AND  COVERED BY AN UNKNOWN HIDDEN ABILITY FREE .
PAY THE LOVE OH MY NAIVE LOVE FOND 
LIKE FORD STATE THROUGH ALL OF LAKE SIDE NO OFF 
LONELY IS VERY POOR NOW ;WHERE YOU BE WITH MOMENTS OF NO LIFE THERE 
NO LOVE SO OH FOND 
AGAIN LOVE FOND BEYOND 
YOU SAY ME LOVE HOW I MISS YOU 
KISS YOU FOR CHEAT .... NO EXTRA WORTH CHANT..



  

বন্ধু

বন্ধুদের বন্ধু হারিয়েছি 
অন্ধকার ছাড়িয়ে যখন শুধু আলোয় চেয়েছি 
ওগো বন্ধুদের। ..
আমার হঠাত আবেশ চেয়েছিলো যখন তখন 
হতাশা ছাড়িয়ে যেতে ভোরের আলোয় 
ফিরবে না আর সে কোনো দিন 
হঠাৎ বৃষ্টি যদি থেমে বলে আমায়.. . তাকে পেয়েছি.. .

ওগো বন্ধুদের। ..
গরম কফির মজা যেমন আছে চুমুকে 
মনে হয় এই বুঝি তোমার পায়ের  নুপুর
হারিয়ে  না  যায়  বন্ধু তোমার চুড়িতে 
আমার দরজায়  এখন  দাঁড়িয়ে আছো .. . সব হারিয়ে ..
বন্ধুদের বন্ধু হারিয়েছি 
অন্ধকার ছাড়িয়ে যখন শুধু আলোয় চেয়েছি 
ওগো বন্ধুদের। ..
30 july to 7 august 








Friday, 29 July 2016

OH flexibility

OH flexibility  
win the desirable destiny 
some times before some times
 ,after ,you may feel hot-less crowed trains     
your leisure sorrow saw therefore.

Brunches of flower's smell  spread out in extreme dreams 
like every kiss of mothers cool  breaking the unknown bloods behind the pictures of new crises .

OH flexibility  
win the desirable destiny 
some times before some times
 ,after ,you may feel hot-less crowed trains     
your leisure sorrow saw therefore.

to just on the lights for thousand years gone  
frustration gone like unseen highlighting blame of fears
new flame of frequency outstanding in-dependency
in non-accounting love custody.


OH flexibility  
win the desirable destiny 
some times before some times
 ,after ,you may feel hot-less crowed trains     
your leisure sorrow saw therefore.









 


Thursday, 28 July 2016

সমুদ্র বেলায়

মোর যুগের আলো তোমার মাঝে শেষ বেলায় 
কন্যা মোর নীরব ত্যাগে  তোমার মাঝে আমার খেলায় 
এক যে ছিল কন্যা ; ফিরলো না আর সে পিতার আলয় 

দাতা  কর্ণের ভারী রাতের চাকায় আমি ছিলাম চক্রব্যূহ 
লুকিয়ে কন্যার সোনার কৌটোয় 

নতুন আশা নতুন সুরে ভোরে দে সুর তোমার  বিনার দোলায় 
আমার যা আছে সব এখন তোমার্  সাথে 
এই পূর্ণিমায় স্বাধীন রাতে স্বাধীনতার জোয়ার সে  শুধু  গনে  শুন্য  ভাটায়
বাতাসে আকাশে তোর রাজ্যের শাসন বানে যদি কভু মনে পরে আমায় 
পারি দিস সেই সমুদ্র বেলায় ...
সপ্ন দুঃসপ্ন ভেঙে সে সুর আজ জানায় বিদায়।



Wednesday, 27 July 2016

REMIX

জল রং এ লেখা জ্বলে যাওয়া রং মিশে যাওয়া ঢঙে 
ভিড়ের মাঝে একাকী চাই তোমার দেখা 
জল রং এ লেখা 
সেই যে হলুদ পাখি সেই বালুকা বেলায় 
বন্ধু তোমায় এ  শোনাবো বিকেল বেলায় 

মনে মেঘ ,জমে বাষ্প চশমায় 
বুঝতে পারি না পাবো কি তোমায় 
রাজশ্রী তোমায় ভেবে সময় যায় শুধু হেলায় 

জল রং এ লেখা 
জ্বলে যাওয়া রং মিশে যাওয়া ঢঙে 
ভিড়ের মাঝে একাকী চাই তোমার দেখা 
জল রং এ লেখা 



সে দীপ যেন নেবে না সে মান  যেন নাম না 
আছে  রক্ত লেখা
একদিন দল  বেঁধে কজনে মিলে 
 শুধু আকাশ প্রদীপ জেলে যায় 

জল রং এ লেখা 
জ্বলে যাওয়া রং মিশে যাওয়া ঢঙে 
ভিড়ের মাঝে একাকী চাই তোমার দেখা 
জল রং এ লেখা 
সেই যে হলুদ পাখি সেই বালুকা বেলায় 
বন্ধু তোমায় এ  শোনাবো বিকেল বেলায় 

আমি জানি তুই আবার হারাবি 
রাজশ্রী তোমার ভালোবাসার  ডাকনাম  মায়াবী 
যদি ভালোবেসে ডাকো তাকে 
তোমার বুকে লেখা 

জল রং এ লেখা 
জ্বলে যাওয়া রং মিশে যাওয়া ঢঙে 
ভিড়ের মাঝে একাকী চাই তোমার দেখা 
জল রং এ লেখা 
সেই যে হলুদ পাখি সেই বালুকা বেলায় 
বন্ধু তোমায় এ  শোনাবো বিকেল বেলায় 









Monday, 25 July 2016

দাগ

দাগ দে মনে ও মন রে কাঁচা  দাগ দে মনে 
চাঁদএর   যেমন আছে দাগ  চাকা চাকা 
মন রে মনে দাগ না এলে নির্মল মন ,হবে না আর পাকা 

আছেন যারা রণে বনে আসে তারা স্বাধীন মনে 
গাইবে বলে ভাবনা কেন নিত্তে তাদের গান ভাসে 

পাখির দল  ওরে বাতাসে দূর আকাশে দুচোঁখ পানে আনাগোনা 
আর পাখির ঠোঁটে খড়  খুট বাসা বেঁধে শাবক  ছানা 
ওরে না তারা দু চার্ দিনে  পাখনা তাদের পাতাসি  
 শেকল  দিয়ে বেঁধে রাখি  আমি. .....তাদের জোর করে উড়িয়ে দি  
আকাশ পানে  ...

দাগ দে মনে ও মন রে কাঁচা  দাগ দে মনে 
চাঁদএর   যেমন আছে দাগ  চাকা চাকা 
মন রে মনে দাগ না এলে নির্মল মন ,হবে না আর পাকা 

মন্দ মেয়ের  উপাখ্যানে  তাদের সাক্ষী গনে গগনে 
ভালো মন্দ সব  জোয়ার ভাটায় 
আসে আর যাই আছড়ে পড়ে 

দাগ দে মনে ও মন রে কাঁচা  দাগ দে মনে 
চাঁদএর   যেমন আছে দাগ  চাকা চাকা 
মন রে মনে দাগ না এলে নির্মল মন ,হবে না আর পাকা 












Friday, 22 July 2016

গুরূত্ব খুঁজে চলে অণু

গুরূত্ব খুঁজে চলে অণু 
আর পরমাণু টি আয়ু 
ফিরে না আসি জেনে বুঝে 
বুঝতে পারি স্বাধীন তৃষ্ণ ঝোকে 
নিয়ন্ত্রণ সতন্ত্রে হেলায় আজ বসেছে তাই হতাশ মেলায় 
সব ভুলে আমায় হেলায় নতুন জন্ম প্রজন্মের খেলায় 
সব খবর মিথ্যা নয় ভাবি সব খেলায় অতিপ্রাকৃতের 
তুমিও তাই আবার সতীর্থের 
যদি থামতে চাও কভু ভুল হবে তা যেন 
যদি জোটে চলতে চাও প্রভু কষ্ট কি তা মেন 
চলে যাবো তারই আমরা সবাই উপলক্ষে ইশারায় 
দীনদয়ালের ডাকে একটু দামাল সবুর মহরায় 
শেখো শান্ত হতে এই ধরণীতে 
তোমার কুঠিরে তুমি রবে 
মম চিত্তে মম   গৌরবে 
খোঁজ দেব তোমায়  জন্মেরও পর 
পরম দিব্য সৌরভে 
তুমি গাহিবে না এ গান 
তোমারি অতীত তোমারি পুরান যেথায় হারিয়েছে মান।  

bahubrihi এর চিত্র ফলাফল







Thursday, 21 July 2016

মাধ্যক্রোশের অধিপতি

আমি ভুলেছিলাম সবই 
কাজের কাজ ; শুধু ভোলা হয় নাই তোমায় সখা 
তুমিই রয়েছো তুমিই গাহিছো তুমি বহিছো 
তোমারি ধমনী বলিছে আমারি কথা 
ঠিক বলি নাই জানি বর ; তা শুধু জানেন ঈশ্বর 
যদি কভু ভাঙে আসক্তি ;দেখিতে চাইবো তাকে সব জানেন যিনি 
মাধ্যক্রোশের অধিপতি 
রইলো তাই আমার শুরু ও শেষের চিঠি ; যেন তুমি তারই এ  কাজ 

অন্নদামঙ্গল এর আমলে যদি  বাজে কভু মঙ্গল বাঁশি 
সে সংসকরণের সুর মাধূরী আধুনিকতারই মেধাবী বেদি 
চন্দ্রায় ক্ষতচরণ যুগল বাড়ায় সূর্যেরই পরিধি ;যেন তুমি তারই এ  কাজ



Wednesday, 20 July 2016

manna dey

সেই তো সুরের ঝর্ণায় ভিজিলে অন্তরে অন্তরে
তুমি হে অমর মান্না দে 
নও  অনাহুত তুমি তো অমর শিল্পী 
আমাদের রিদয়ে 

সবার উপরে রইবে তুমি 
মনে মনে তোমায়  তাই প্রণামী 
কি সুখে বসে আছো তুমি এ রিদয়ে 
জেনেছিলে তুমিও একই সেতুবন্ধনে 

মায়ের আরতি যখন জমবে 
আনন্দে  তুমি হে রহিবে 
তুমি হে অমর মান্না দে 
নও  অনাহুত তুমি তো অমর শিল্পী 
আমাদের রিদয়ে 

Tuesday, 19 July 2016

নীল নদীর ধারে

আমি আবিষ্কারে তুমারে 
অবিরাম শ্রান্ত ত্যাগে ,নীল নদীর নিজেল জলে চেয়েছিনু আমায় সম্পৃতে 
তোমায় আবিষ্কারে 

আমি আবিষ্কারে তুমারে। 

ভেবেছিনু আনমনে যাবো ছুঁয়ে তোমায় 
তা কি করে যে তোমায় বোঝায় , রঙের খেলায় 
স্বতঃস্ফর্ত স্বীয় ধ্রুব আত্মার মেলায়। 

একই সুখে একই দুঃখ এর ধারায়  শুভ্র  পবিত্রতায় ,সেদিনও কাটবে সময় 
দ্বিদন্ধে নীল নদীর ধারে। 

আমি আবিষ্কারে তুমারে 
অবিরাম শ্রান্ত ত্যাগে ,নীল নদীর নিজেল জলে চেয়েছিনু আমায় সম্পৃতে 
তোমায় আবিষ্কারে 

সমতানে সমহারে সমান দৃষ্টিতে ,যদি চাও তুমি অতীতের অনাসৃস্টিতে 
সেদিন ধরণীর পানে দেখিবে না আমায়  সেই নীল নদীর ধারে। 

আমি আবিষ্কারে তুমারে 
অবিরাম শ্রান্ত ত্যাগে ,নীল নদীর নিজেল জলে চেয়েছিনু আমায় সম্পৃতে 
তোমায় আবিষ্কারে 

Electronic News.

Stanley Mazor
Engineer
Stanley Mazor is an American engineer who was born on 22 October 1941 in Chicago, Illinois. He was one of the co-inventors of the world's first microprocessor, the Intel 4004, together with Ted Hoff, Masatoshi Shima, and Federico Faggin.


The first known advertisement for the 4004 is dated November 15, 1971 and appeared in Electronic News.


Video for stanley mazor

Monday, 18 July 2016

name

 प्रिया प्रिया .... बोले प्रिया 
हम प्रिया मेरी प्रिया 
मेरी प्रिया, लेके तुम्हारी नाम 
प्रिया लेके तुम्हारी नाम 
ओ आवाज सुनडो ना ,मुझे ,जो बैठी इंटैंजर 
सिरिफ  फिर को इनकार 
प्रिया फिर को इनकार 
पायर सैं पायर हुआ प्रिया , जो रंग बदल तें नहीं ,कउकि कुछ खष  हुआ 
हम प्रिया मेरी प्रिया 
मेरी प्रिया

सिनी सिनी सी इ हवया 
पायर हुआ मद्धम 
आखो अखोमैं किआ इ चाहतें इ धिमी धिमी एसरा 
नजर मैं जो पियशा 
हम प्रिया मेरी प्रिया 
मेरी प्रिया
 जायगी न बदल दिल सैं दिल बगल 
बातें इ खाई मुज़को 
ओ आवाज सुनडो ना ,मुझे ,जो बैठी इंटैंजर 

सिरिफ  फिर को इनकार 
प्रिया फिर को इनकार 
 लेके तुम्हारी नाम 
प्रिया लेके तुम्हारी नाम


Sunday, 17 July 2016

22 carat

মূল্যায়নে গিনি সোনা চকচকিয়ে ওঠে 
তা শুধু তুমি যেন রেখো ভাই 
সোনা বলে না লোকে তাকে লোকে শুধু তা চকচকিলে 
কষ্টিপাথর দেহে শুধু দাগা করে মরে 
আর ভাগ্যের দোষে দোষ্ট্র্যা হয়ে ঢোকে আদালতে 
মুক্তি  যদি পেতে চাও তুমি ভালোবেসে যেন 
ভাই মুক্তি  যদি পেতে চাও তুমি ভালোলেগে থেকো 
নতুন গানে জন্ম তোমার 
শুধু সময় নষ্ট কারো 
বিকেল টা ফিকে তাতে খতিয়ার কি 
নীরবে বস তুমি একটুখানি পাকাপাকি 
একবার পঢ়ক করে দেখে নাও তুমি। 

http://digiwap.com/view/sbvdfRkrR6U/Polli-Geeti.html

Loading image..

BELIEVE

ওই পথ টুকু যে যেতে হয় তোমায় আমায় ও যেথায় , বেঁধেছেন 
বিধাতা আনমনে মনের গোপন সত্তায় 
ভেঙেছে ঘুম এসেছে তাই শুধু জাগরণের বাতাস 
ফুলে ফুলে আজ মরমী আকাশ 
তোমার আমার হলেও যিনি পক্ষপাত শুন্য 
এই বিশ্বে অন্তরীক্ষে তিমির মহা শুন্য 
তাই ভুলো না তুমি সে ছবি কখনো 
পাথর হয়েও তোমার রিদয়ে সে নোয়ানো 
পার  হইতেছ এই ভেবে নাও দুচোখের হাসিতে 
জল পাতা বাতাস বহে তোমার গতিতে 
ওই পথ টুকু যে যেতে হয় তোমায় আমায় ও যেথায় , বেঁধেছেন 
বিধাতা আনমনে মনের গোপন সত্তায় 



Saturday, 16 July 2016

প্রবীণ

বলে তোরে পীর বাবা উপরে আছেন আল্লা প্রবীণ 
আর তুই হলো আমাদের ভাই নবীন 
বাকর গুলো নতুন নতুন বন্ধু বাড়ে কমে 
শিকড় বাকর দলে বলে তোর বোধে বদ্ধ  হয়ে থাকে 

শিকড়ের সাথে বন্ধি আত্মা সন্ধি সবিনয়ে 
আর তার সে  যদি  উপর দিকে পত্র  নিন্ম বনে 
মেলে ধরে তার ডানা দুটো তাতে দোষ কি তার বলো ,
তাতে দোষ কি তার বলো। 
গাছ আছে তার পত্র আছে 
তাই কান্ড আছে তাই তার শাঁখা আছে 
আর তার শাখা প্রশাখা পত্র নেত্র , সবুজ রঙে বদলে গেলো 
আর কি নদারুন চলচ্চিত্র ভাই কি দারুন সব তার বন্ধুমিত্র।   







Wednesday, 13 July 2016

মাপকাঠি

কি মিশালে মনে 
ও মন রে 
কি মিশালে মনে 
ভ্রম গুনে সবই  পানসে যখন তখন 
কি মিশালে মনে 
দুঃখের সাথে যুদ্ধ না মিশিয়া 
পান্তা ভাতে এখন লবন 

কি মিশালে মনে 
ও মন রে 
কি মিশালে মনে 

গোর্খা কবি ভাবে তোরে 
যুদ্ধ যাবার কালে 

গোর্খা কবি ভাবে তোরে 
যুদ্ধ যাবার কালে 
 আর অলস মাছটিও লাফিয়ে ওঠে 
তোর পাতা জালে 
কি মিশালে মনে 
ও মন রে 
কি মিশালে মনে 
ভ্রম গুনে সবই  পানসে যখন তখন 
কি মিশালে মনে 
দুঃখের সাথে যুদ্ধ না মিশিয়া 
পান্তা ভাতে এখন লবন 
সময় খোঁজে তারে 
সময় খোঁজে ওরে 
সময় খোঁজে তোরে 
আরে সময় খোঁজে মোরে সেই সময়ের লগে 
যেই সময় তোর রক্ত গরম হয়ে ওঠে 
ও মন রে 
কি মিশালে মনে 
ভ্রম গুনে সবই  পানসে যখন তখন 
কি মিশালে মনে 
দুঃখের সাথে যুদ্ধ না মিশিয়া 
পান্তা ভাতে এখন লবন। 





Protesters throw stones on police amid tear smoke during a clash in Srinagar on Sunday. Authorities imposed restrictions in most parts of Valley following the killing of most wanted Hizbul Mujahideen commander Burhan Muzaffar Wani along with his two associates. | PTI

Monday, 11 July 2016

abar tora manush ho

ও যদি পর  করে দে মোরে 
নদী রে। 
ও নদী পার করে দে মোরে 
তোর কাঠের পুতুল  ছোট পাখি 
তোর কাঠের পুতুল ...
সবই যাবে ডুবে 
একার মতো ভাবিস তুই একার মতো ভাসিস 
তোর কি আছে যেন লেনা  
ও তুই  তোর নাও খানি এবার ভাসিয়ে দেনা 
নইলে স্বপ্নের দেশে পালবে তারা 
নইলে স্বপ্নের দেশে পালবে তারা উড়ে 
ও যদি পর  করে দে মোরে 
নদী রে। 
ও নদী পার করে দে মোরে 

তোর জলে যেমন আগুন লাগে পদ্ম পাতার মতন 
তোর জলে যেমন আগুন লাগে পদ্ম পাতার মতন
বিষাক্ত কীট সব সাফা হবে 
বিষাক্ত কীট সব সাফা হবে 
তাতে আসবে  পাখি ,তাতে ভাসবে পাখি 
সেই মনের ঘরে 
আবার নতুন নতুন 
ও যদি পর  করে দে মোরে
আবার সেই বাতাসে ও তোর সেই বাতাসে 
পালাবে তারা উড়ে 

ও নদী পার করে দে মোরে 
তোর কাঠের পুতুল ছোট ছোট পাখি 
তোর কাঠের পুতুল 
সবই যাবে ডুবে 
ও নদী পার করে দে মোরে 
নদী  রে !!!!!!!




Sunday, 10 July 2016

নীরবে নিভৃতে

নীরবে নিভৃতে মম  স্থির চেতনায় 
রবির কিরণ ঘনে রে 
রবির কিরণ ঘন 
যা কিছু ছিল তোমার আলোড়ন 
আলোকিত হৃদয়ে সম 


কোনো এক উপকূলে আসে প্রায় সেই ঢেউ 
উদয় পট  কেউ 
শুধু গান গাইতে যেন হয়না লেশ সময়ের প্রেমে 
নীরবে নিভৃতে মম  স্থির চেতনায় 
রবির কিরণ ঘনে রে 
রবির কিরণ ঘন 
যা কিছু ছিল তোমার আলোড়ন 
আলোকিত হৃদয়ে সম 


জানি সে গানের সুর যাবে বহুদূর 
আস্ত যাবার পালায় 
মিছি মিছি খেলার ছলে ভুবন মাঝে 
সবই ভরিবে আবার আলোয় 
আকাশের বুকে 
হোক না সে যতই বেদনা বিধুর 


কোনো এক উপকূলে আসে প্রায় সেই ঢেউ 
উদয় পট  কেউ 
শুধু গান গাইতে যেন হয়না লেশ সময়ের প্রেমে 
নীরবে নিভৃতে মম  স্থির চেতনায় 
রবির কিরণ ঘনে রে 
রবির কিরণ ঘন 
যা কিছু ছিল তোমার আলোড়ন 
আলোকিত হৃদয়ে সম 



Friday, 8 July 2016

BEHIND THE MIRROR

How, why, while, where they comes to way as that street will be made for liking them .In that street every people, every Aim also will be ...where they dot .in especially for more or less .
Behind the mirror in social picture they captured first be for self working where god always .in be for others. e.g. god seated on the space ..a surroundings nature colored  by nature...seem to be the technology lost  all the Scientific explanation. He .she or they not mean the personalities of crime world ..THE MAIN MOTIVE OF THE WORLD ...how they saved by god and enjoy youngest hood properly.   In the (most /less) captivity a most/ less of  prisoners could not best feelings for their excitation... only the pure life must diverted them wholly towards god way or informal way forever with-friendship of god.  The general limitation of life always IN VOID FOILS BEHIND THE MIRROR ..INSIGHT SUN.. INSIGHT GOD ,REAL-MOTION. 


আন্নন্দলোকে

আন্নন্দলোক হতে প্রাপ্ত চরণে প্রণাম হে দেবতা তোমায় 
যে এনোছো মোর প্রজ্ঞা আমার সকল অনাহুত কবিতায় 
হাত ধরে নিয়ে চলো আমায় অনাসক্ত অনন্ত স্বত্যায় 
ভাসিয়া ভাসিয়া চলেছি কোথায় ,আরোহী দ্বীপে ,নিঃশব্দে 
গরল  পানে  শায়িত ভেলায় ,কেহ নাহি তা জানে 
তুমি জানিবে নিচ্শয় ,যে সময় শুধু বহে  যায় 
অনেকে কভু  ,দেখি নি আগে আমি ছিলাম তোমার সনে প্রভু 
সে ঘরে 
সাজের আলোর সেতুর ন্যায় জ্বলন্ত প্রদীপের আঁধারে 
মনে পরে সে ঘরে ছিল একটি কপাট বন্ধ ,আর একটি ছিল খোলা সে নদীর পাড়ে
আপন মনে 
ভাঙিয়াছে কি স্বপ্ন 
নাকি অনাহুত বাস্তব সত্য 
উঠিয়াছিল কি সূর্য পূর্ব দিগন্তে 
 রক্ত লাল দুটি নয়নে 
কান্নার গান গাহিয়াছিলো কি পাখি 
নাকি শুধু চলেছি পথে 
আমি আর জল 
জল শুধু জল 
চারিদিকে 
আর আমি জলে আবদ্ধ।  




Wednesday, 6 July 2016

আসছে বছর

আবার নতুন গানের সাজে 
একলা বসে রয় সুপ্ত মনের কোনে 
সব পুরোনো হয়নি তবু ম্লান 
সাজের আলোয় তাই যেন তৈল হারা নবস্নান 
নিঝুম রাত্রে রাত হারিয়েছে অনন্যক্ষণ 
নদীর প্লাবনে সাজি আজি মোর মাতাল প্রাণ 
ভালো ছিল সন্ধ্যা তুমি বসে থাকতে একলাক্ষণ 
মহালয়ের ভোরে শিশির ভেজা বনে 
শীতল হাওয়ায় মন মেতেছে তাই শিউলী ও বকুলের গন্ধে 
বিকেলের রোদ্র এখনো হয়নি ম্লান 
যেথায় ভারি গোধূলী আর কাশ ফুলের গন্ধে 
সেই আকাশে তুমি রয়েছো মাগো আসছে বছর ছন্দে 
বাসা বেঁধে একলা মনের কোনে।  

আসছে বছর

 নতুন গানের সাজে 
একলা বসে রয় , সুপ্ত মনের কোনে 
সব পুরোনো হয়নি তবু ম্লান 
সাজের আলোয় প্রদীপে যেন  তৈল হারা নব স্নান 
নিঝুম রাত্রে রাত হারিয়েছে অনন্যক্ষন 
নদীর প্লাবনে সাজি আজি মোর  মাতাল প্রাণ 
ভালোছিলো সন্ধ্যা তুমি বসে থাকতে একলাক্ষন 
মহালয়ের ভোরে শিশির ভেজা বনে 
শীতল হাওয়ায় মন মেতেছে তাই শিউলী ওবকুলের গন্ধে 
বিকেলের রোদ্র এখনো হয়নি ম্লান 
যেথায় ভারি গোধূলি আর কাশ ফুলের ছন্দে 
সেই আকাশে তুমি রয়েছো মাগো , বাসা বেঁধো আসছে বছর 
একলা মনের কোন। 






Tuesday, 5 July 2016

little love

पायर से देखो 
तुम हो  जान 
जो नज़र आये 
हम कवी न बदल जाये 
याद तुमहिं न आये 

खोया खोया चाँद मगर 
कवी आधार न हो जाये 
जब तुमहिं पायर से गाए 
ओ चाँद फिर आजाये 
रुकी रुकी ओ बारिश मगर 
कवी कवी ओ झूमे 
जो तुमहिं पायर से नाचे 
ओ  बारिश फिर से झुमैं 

पायर से देखो 
तुम हो  जान 
जो नज़र आये 
हम कवी न बदल जाये 
याद तुमहिं न आये 

सब आये एकदिन मगर तुम नहीं आये 
ओ हो तुम जो 
 निकल नहीं जाये 
फिर क्यू दिल तुम्हें धुने 
इ दिल बेचारा 
नहीं जाने। 





Monday, 4 July 2016

little rock

আলোর গতিতে তোর রঙের মিতালি
ভিতরে ও বাহিরের পথে ,চোরাস্তায় কত না ওলি গলি
দূরের কোনো দিগন্তে যতদূর সীমান্তে
অথবা এ হৃদয়ের  নির্মল আকাশে 
নেই শেষ তুই আলি , তোর মুখোশটির আড়ালে 

আলোর গতিতে তোর রঙের মিতালি
ভিতরে ও বাহিরের পথে ,চোরাস্তায় কত না ওলি গলি

কালো রঙের বাড়িটায় সেই যে তুই  ছিলি আমার সাথে 
সবখানে সেই কালোর আজ বড়ো অভাব ,শেষ সাদা রঙের ভাগাভাগিতে 


আলোর গতিতে তোর রঙের মিতালি
ভিতরে ও বাহিরের পথে ,চোরাস্তায় কত না ওলি গলি

হতে পারে এ হৃদয় সোজাসুজি কিংবা আড়াআড়ী 
যদি আরো একবার তুই ভাবিস  সব কিছুতে , তোর আমার অস্তিত্বে 

সব রং টেকে যদি তুই গাঁথিস সে মালা  আলি যা ছিল তোর কথার কথা 
সেই জানালায় মেলে কত না ছাতা 
বৃষ্টি এলে মেলে ধরতে পারে , তোর আমার আনকোরা সৃষ্টিতে 

আলোর গতিতে তোর রঙের মিতালি
ভিতরে ও বাহিরের পথে ,চোরাস্তায় কত না ওলি গলি


Sunday, 3 July 2016

The green continues the green love of countries !

The green continues 
the green love of countries  !
will be...


থেমে থাকা আগামীর গান সেই চেনা  সুরেরই টানে 
খুঁজে পাওয়ার অবকাশে তোমার মনের আলোয় 
সব সবুজের প্রাণে 
চেনা চেনা মনে হয় দূরে কোথাও তোমার আবছা স্মৃতি শোনে 
প্রাণের বিকাশে সেই  আমারি গান 
তোমার প্রাণের ওপারে সত্যি সে ছবির গান 
থেমে থাকা আগামীর গান
থেমে থাকা আগামীর গান সেই চেনা  সুরেরই টানে 
খুঁজে পাওয়ার অবকাশে তোমার মনের আলোয় 
সব সবুজের প্রাণে 

সুরের মিতে ভাসিয়ে দিয়ে প্রানে 
সব ভুলে  ভাসি সেই সবুজের গানে 
শুধু তুমি ভুল না আমায় , মিতব্যয়ী আমার ভাষী 
থেকো চিরদিন আমার প্রেমের ছায়ায় 
আসক্তিসম অন্য গানে অন্য প্রেমে 
তবু সেদিন হবে না মোর ঝরের  অবসান। 









Friday, 1 July 2016

G Anetiveness+ !

It reach to extreme integration where as no feeling for what are we to doing  towards ,but yet  all lost of leave growing. The unlimited death and bodies which were no desired by anything exchanges just kill for killing ...it meat use to no for foods . It seem to be no showing himself or under any real provenances... flimsy proving are many with accompany with them ever  they are in sleazy wining.  In the decision of that timing they are back to back snuffly in unequal views due to deed with dark word ! 
It's birth from a power of system as well as ecology of that era's lack of natural disorder due to 
fast installing creativity or  every wrong societies. The bidirectional blindness presence make  nooses for new they can't try to take spirit  towards real win or real test of life so as comes to death;lost etc. 
It aside love the dark world and avoid the true eyes of world these use to for off all different lights  of world they believe the no creativity all are comes from male -female  sex only so again off and off.



 

এরই নাম প্রেম।

সরে সরে
মুক্ত মনের কোন বনে
কোনো এক অজানা প্রতিশ্রুতির প্রক্রিয়ায়
ধুঁকতে ঝুঝতে বুঝতে আমার পৃথিবীর  হিয়ায়
শুধু তোমার আমার হঠাথ আর এক টি দিন, খেলে  সপ্ন রঙ্গিন

সরে সরে
মুক্ত মনের কোন বনে
...এরই নাম বেঁচে থাকা এরই নাম জীবন

হাসি মুখে দাঁড়াবো যখন আমি আর মখোমুখি সেই দিন
মুখরতায় হবে না মলিন আমার রাত্রি হীন
পারি দেব সেই সবুজের নিধন্ধে' সত্যি একদিন
শুধু তোমার আমার হঠাথ আর এক টি দিন, খেলে  সপ্ন রঙ্গিন
এরই নাম ভালোবাসা। ....এরই নাম বেঁচে থাকা এরই নাম জীবন

সরে সরে
মুক্ত মনের কোন বনে
কোনো এক অজানা প্রতিশ্রুতির প্রক্রিয়ায়
ধুঁকতে ঝুঝতে বুঝতে আমার পৃথিবীর  হিয়ায়
শুধু তোমার আমার হঠাথ আর এক টি দিন, খেলে  সপ্ন রঙ্গিন

থাকে না যত কাজ আজ হোক সে সব তা তুচ্ছ
পারবো না যা শুধু একার জন্য
সুতরাং আমূল পরিবর্তনই গ্রাহ্য
এরই নাম প্রেম। ......এরই নাম বেঁচে থাকা এরই নাম জীবন

সরে সরে
মুক্ত মনের কোন বনে
কোনো এক অজানা প্রতিশ্রুতির প্রক্রিয়ায়
ধুঁকতে ঝুঝতে বুঝতে আমার পৃথিবীর  হিয়ায়
শুধু তোমার আমার হঠাথ আর এক টি দিন, খেলে  সপ্ন রঙ্গিন