আন্নন্দলোক হতে প্রাপ্ত চরণে প্রণাম হে দেবতা তোমায়
যে এনোছো মোর প্রজ্ঞা আমার সকল অনাহুত কবিতায়
হাত ধরে নিয়ে চলো আমায় অনাসক্ত অনন্ত স্বত্যায়
ভাসিয়া ভাসিয়া চলেছি কোথায় ,আরোহী দ্বীপে ,নিঃশব্দে
গরল পানে শায়িত ভেলায় ,কেহ নাহি তা জানে
তুমি জানিবে নিচ্শয় ,যে সময় শুধু বহে যায়
অনেকে কভু ,দেখি নি আগে আমি ছিলাম তোমার সনে প্রভু
সে ঘরে
সাজের আলোর সেতুর ন্যায় জ্বলন্ত প্রদীপের আঁধারে
মনে পরে সে ঘরে ছিল একটি কপাট বন্ধ ,আর একটি ছিল খোলা সে নদীর পাড়ে
আপন মনে
ভাঙিয়াছে কি স্বপ্ন
নাকি অনাহুত বাস্তব সত্য
উঠিয়াছিল কি সূর্য পূর্ব দিগন্তে
রক্ত লাল দুটি নয়নে
কান্নার গান গাহিয়াছিলো কি পাখি
নাকি শুধু চলেছি পথে
আমি আর জল
জল শুধু জল
চারিদিকে
আর আমি জলে আবদ্ধ।
যে এনোছো মোর প্রজ্ঞা আমার সকল অনাহুত কবিতায়
হাত ধরে নিয়ে চলো আমায় অনাসক্ত অনন্ত স্বত্যায়
ভাসিয়া ভাসিয়া চলেছি কোথায় ,আরোহী দ্বীপে ,নিঃশব্দে
গরল পানে শায়িত ভেলায় ,কেহ নাহি তা জানে
তুমি জানিবে নিচ্শয় ,যে সময় শুধু বহে যায়
অনেকে কভু ,দেখি নি আগে আমি ছিলাম তোমার সনে প্রভু
সে ঘরে
সাজের আলোর সেতুর ন্যায় জ্বলন্ত প্রদীপের আঁধারে
মনে পরে সে ঘরে ছিল একটি কপাট বন্ধ ,আর একটি ছিল খোলা সে নদীর পাড়ে
আপন মনে
ভাঙিয়াছে কি স্বপ্ন
নাকি অনাহুত বাস্তব সত্য
উঠিয়াছিল কি সূর্য পূর্ব দিগন্তে
রক্ত লাল দুটি নয়নে
কান্নার গান গাহিয়াছিলো কি পাখি
নাকি শুধু চলেছি পথে
আমি আর জল
জল শুধু জল
চারিদিকে
আর আমি জলে আবদ্ধ।
No comments:
Post a Comment