Monday, 4 July 2016

little rock

আলোর গতিতে তোর রঙের মিতালি
ভিতরে ও বাহিরের পথে ,চোরাস্তায় কত না ওলি গলি
দূরের কোনো দিগন্তে যতদূর সীমান্তে
অথবা এ হৃদয়ের  নির্মল আকাশে 
নেই শেষ তুই আলি , তোর মুখোশটির আড়ালে 

আলোর গতিতে তোর রঙের মিতালি
ভিতরে ও বাহিরের পথে ,চোরাস্তায় কত না ওলি গলি

কালো রঙের বাড়িটায় সেই যে তুই  ছিলি আমার সাথে 
সবখানে সেই কালোর আজ বড়ো অভাব ,শেষ সাদা রঙের ভাগাভাগিতে 


আলোর গতিতে তোর রঙের মিতালি
ভিতরে ও বাহিরের পথে ,চোরাস্তায় কত না ওলি গলি

হতে পারে এ হৃদয় সোজাসুজি কিংবা আড়াআড়ী 
যদি আরো একবার তুই ভাবিস  সব কিছুতে , তোর আমার অস্তিত্বে 

সব রং টেকে যদি তুই গাঁথিস সে মালা  আলি যা ছিল তোর কথার কথা 
সেই জানালায় মেলে কত না ছাতা 
বৃষ্টি এলে মেলে ধরতে পারে , তোর আমার আনকোরা সৃষ্টিতে 

আলোর গতিতে তোর রঙের মিতালি
ভিতরে ও বাহিরের পথে ,চোরাস্তায় কত না ওলি গলি


No comments:

Post a Comment