Wednesday, 27 July 2016

REMIX

জল রং এ লেখা জ্বলে যাওয়া রং মিশে যাওয়া ঢঙে 
ভিড়ের মাঝে একাকী চাই তোমার দেখা 
জল রং এ লেখা 
সেই যে হলুদ পাখি সেই বালুকা বেলায় 
বন্ধু তোমায় এ  শোনাবো বিকেল বেলায় 

মনে মেঘ ,জমে বাষ্প চশমায় 
বুঝতে পারি না পাবো কি তোমায় 
রাজশ্রী তোমায় ভেবে সময় যায় শুধু হেলায় 

জল রং এ লেখা 
জ্বলে যাওয়া রং মিশে যাওয়া ঢঙে 
ভিড়ের মাঝে একাকী চাই তোমার দেখা 
জল রং এ লেখা 



সে দীপ যেন নেবে না সে মান  যেন নাম না 
আছে  রক্ত লেখা
একদিন দল  বেঁধে কজনে মিলে 
 শুধু আকাশ প্রদীপ জেলে যায় 

জল রং এ লেখা 
জ্বলে যাওয়া রং মিশে যাওয়া ঢঙে 
ভিড়ের মাঝে একাকী চাই তোমার দেখা 
জল রং এ লেখা 
সেই যে হলুদ পাখি সেই বালুকা বেলায় 
বন্ধু তোমায় এ  শোনাবো বিকেল বেলায় 

আমি জানি তুই আবার হারাবি 
রাজশ্রী তোমার ভালোবাসার  ডাকনাম  মায়াবী 
যদি ভালোবেসে ডাকো তাকে 
তোমার বুকে লেখা 

জল রং এ লেখা 
জ্বলে যাওয়া রং মিশে যাওয়া ঢঙে 
ভিড়ের মাঝে একাকী চাই তোমার দেখা 
জল রং এ লেখা 
সেই যে হলুদ পাখি সেই বালুকা বেলায় 
বন্ধু তোমায় এ  শোনাবো বিকেল বেলায় 









No comments:

Post a Comment