Sunday, 10 July 2016

নীরবে নিভৃতে

নীরবে নিভৃতে মম  স্থির চেতনায় 
রবির কিরণ ঘনে রে 
রবির কিরণ ঘন 
যা কিছু ছিল তোমার আলোড়ন 
আলোকিত হৃদয়ে সম 


কোনো এক উপকূলে আসে প্রায় সেই ঢেউ 
উদয় পট  কেউ 
শুধু গান গাইতে যেন হয়না লেশ সময়ের প্রেমে 
নীরবে নিভৃতে মম  স্থির চেতনায় 
রবির কিরণ ঘনে রে 
রবির কিরণ ঘন 
যা কিছু ছিল তোমার আলোড়ন 
আলোকিত হৃদয়ে সম 


জানি সে গানের সুর যাবে বহুদূর 
আস্ত যাবার পালায় 
মিছি মিছি খেলার ছলে ভুবন মাঝে 
সবই ভরিবে আবার আলোয় 
আকাশের বুকে 
হোক না সে যতই বেদনা বিধুর 


কোনো এক উপকূলে আসে প্রায় সেই ঢেউ 
উদয় পট  কেউ 
শুধু গান গাইতে যেন হয়না লেশ সময়ের প্রেমে 
নীরবে নিভৃতে মম  স্থির চেতনায় 
রবির কিরণ ঘনে রে 
রবির কিরণ ঘন 
যা কিছু ছিল তোমার আলোড়ন 
আলোকিত হৃদয়ে সম 



No comments:

Post a Comment