আবার নতুন গানের সাজে
একলা বসে রয় সুপ্ত মনের কোনে
সব পুরোনো হয়নি তবু ম্লান
সাজের আলোয় তাই যেন তৈল হারা নবস্নান
নিঝুম রাত্রে রাত হারিয়েছে অনন্যক্ষণ
নদীর প্লাবনে সাজি আজি মোর মাতাল প্রাণ
ভালো ছিল সন্ধ্যা তুমি বসে থাকতে একলাক্ষণ
মহালয়ের ভোরে শিশির ভেজা বনে
শীতল হাওয়ায় মন মেতেছে তাই শিউলী ও বকুলের গন্ধে
বিকেলের রোদ্র এখনো হয়নি ম্লান
যেথায় ভারি গোধূলী আর কাশ ফুলের গন্ধে
সেই আকাশে তুমি রয়েছো মাগো আসছে বছর ছন্দে
বাসা বেঁধে একলা মনের কোনে।
একলা বসে রয় সুপ্ত মনের কোনে
সব পুরোনো হয়নি তবু ম্লান
সাজের আলোয় তাই যেন তৈল হারা নবস্নান
নিঝুম রাত্রে রাত হারিয়েছে অনন্যক্ষণ
নদীর প্লাবনে সাজি আজি মোর মাতাল প্রাণ
ভালো ছিল সন্ধ্যা তুমি বসে থাকতে একলাক্ষণ
মহালয়ের ভোরে শিশির ভেজা বনে
শীতল হাওয়ায় মন মেতেছে তাই শিউলী ও বকুলের গন্ধে
বিকেলের রোদ্র এখনো হয়নি ম্লান
যেথায় ভারি গোধূলী আর কাশ ফুলের গন্ধে
সেই আকাশে তুমি রয়েছো মাগো আসছে বছর ছন্দে
বাসা বেঁধে একলা মনের কোনে।
No comments:
Post a Comment