Saturday 16 July 2016

প্রবীণ

বলে তোরে পীর বাবা উপরে আছেন আল্লা প্রবীণ 
আর তুই হলো আমাদের ভাই নবীন 
বাকর গুলো নতুন নতুন বন্ধু বাড়ে কমে 
শিকড় বাকর দলে বলে তোর বোধে বদ্ধ  হয়ে থাকে 

শিকড়ের সাথে বন্ধি আত্মা সন্ধি সবিনয়ে 
আর তার সে  যদি  উপর দিকে পত্র  নিন্ম বনে 
মেলে ধরে তার ডানা দুটো তাতে দোষ কি তার বলো ,
তাতে দোষ কি তার বলো। 
গাছ আছে তার পত্র আছে 
তাই কান্ড আছে তাই তার শাঁখা আছে 
আর তার শাখা প্রশাখা পত্র নেত্র , সবুজ রঙে বদলে গেলো 
আর কি নদারুন চলচ্চিত্র ভাই কি দারুন সব তার বন্ধুমিত্র।   







No comments:

Post a Comment